ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনী প্রধানের সঙ্গে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রতিনিধিদের সাক্ষাত

প্রকাশিত: ০৪:৩০, ২ জুন ২০১৬

বিমানবাহিনী প্রধানের সঙ্গে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রতিনিধিদের সাক্ষাত

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরীসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দফতরে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ওয়ালি শফিক মেনহাজ খান, ডিএমডি। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং হকি ফেডারেশনের উন্নয়নের জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৩ বছরে ১ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। -আইএসপিআর সতর্কতা জরুরী ঢাকার অতিপরিচিত দৃশ্য এটি। একটু খেয়াল করলেই দেখা যায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী নামাচ্ছে গাড়ি চালকরা। এভাবে যাত্রী নামানোয় যেমন যানজট বাড়ছে তেমনি বাড়ছে জীবনের ঝুঁকি। পথের মাঝখানে এভাবে যাত্রী নামালে ঘটতে পারে মৃত্যু। গাড়ি চালকদের বার বার সতর্ক করা হলেও কাজের কাজ হচ্ছে না। এ বিষয়ে সতর্কতা জরুরী। বুধবার বনানী এলাকা থেকে জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী শেখ মামুনের ক্যামেরায় দৃশ্যটি ধরা পড়ে। ঢাকার গাছে পাকা খেজুর! ইট পাথরের শহর ঢাকায় এই দৃশ্যটিকে বিরল বললে বোধ হয় অত্যুক্তি হবে না। বড় স্থাপনা আর উঁচু দালান তৈরি করতে গিয়ে কেটে ফেলা হয়েছে বহু গাছ। কিন্তু সেই শহরের গাছে ঝুলছে পাকা খেজুর। শহরবাসীর দাবি, এই শহরের সব খালি জায়গায় ফলের গাছ লাগানো জরুরী। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ফলের চাহিদা মিটবে। বুধবার ইস্কাটন থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×