ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউজিসির গবেষণা জার্নাল প্রকাশের উদ্যোগ

প্রকাশিত: ০৪:২৯, ২ জুন ২০১৬

ইউজিসির গবেষণা জার্নাল প্রকাশের উদ্যোগ

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রথমবারের মতো গবেষণা জার্নাল প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ইউজিসি অডিটরিয়ামে বুধবার অনুষ্ঠিত সম্পাদনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই জার্নাল তিনটির বিষয়- বিজ্ঞান ও প্রকৌশল, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং অর্থনীতি ও ব্যবসায় শিক্ষায় বছরে একবার প্রকাশিত হবে। সভায় উপস্থিত কমিটির সদস্যবৃন্দ জার্নাল প্রকাশে উদ্যোগ গ্রহণের জন্য ইউজিসি চেয়ারম্যানকে স্বাগত জানান এবং জার্নালটি যেন মানসম্পন্ন এবং পিআররিভিউড হয় সেজন্য তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। ইউজিসি চেয়ারম্যান জার্নাল প্রকাশে কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন। প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মহিত উল আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. মোনাজ আহমেদ নূর, উপাচার্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, উপাচার্য, গণ বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রফেসর ড. শিবলী রোবায়েতুল ইসলাম, ডিন, বিজনেস স্টাডিজ, ঢাকা বিশ^বিদ্যালয় এবং প্রফেসর ড. অরুণ কুমার বসাক, রাজশাহী বিশ^বিদ্যালয় অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×