ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্যাট আইন কার্যকর হলে সুপারশপের পণ্যমূল্য বাড়বে

প্রকাশিত: ০৪:২৮, ২ জুন ২০১৬

ভ্যাট আইন কার্যকর হলে সুপারশপের পণ্যমূল্য বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভ্যাট আইন কার্যকর হলে সুপারশপে বিক্রীত সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়বে ১৫ শতাংশ। বর্তমানে একশ’ টাকার পণ্যে ৪ টাকা ভ্যাট নেয়া হচ্ছে। তাই নিয়মিত যারা সুপারশপে কেনাকাটা করেন তারা নতুন ভ্যাট আইন নিয়ে উদ্বিগ্ন। হতাশায় রয়েছেন সুপারশপ সেক্টরের বিনিয়োগকারীরা। জানা গেছে, বাংলাদেশের সুপারশপগুলো তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি কৃষিপণ্যের বিপণনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছে। অধিকাংশ চেইনশপ এখন সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনে বিক্রি করছে। এতে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন। আবার অনেক চেইনশপ সরাসরি নিজেরাই কৃষিখামার করে মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন করে। বাংলাদেশী স্ট্রবরি বাজারজাতকরণে চেইনশপের একটি বড় ভূমিকা আছে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি সুপারশপের আউটলেটের সংখ্যা দুইশ’র ওপরে। এক দশকের পরিসংখ্যান অনুযায়ী, সুপারশপের বার্ষিক টার্নওভার প্রায় ৪০ ভাগ করে বাড়ছে। সুপারশপগুলোর কর্মজীবীর সংখ্যা ৭০ হাজারের বেশি। যার বেশিরভাগ আবার তরুণ। ফলে দেশের পণ্য ও সেবা উৎপাদন, বিপণন এবং বাজারজাতে এসেছে বড় ধরনের পরিবর্তন। হচ্ছে পণ্যের ব্র্যান্ডিংও। এই বাস্তবতায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে ক্রেতা হ্রাস পাওয়ার পাশাপাশি সুপারশপ ব্যবসা বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ইনতেসার আলম জানান, এটা স্পষ্ট যে ভ্যাটের ক্ষেত্রে সুপারশপের সঙ্গে বৈষম্যমূলক নীতিগ্রহণ করা হয়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। আর সবচেয়ে বড় কথা হলো সম্ভাবনাময় এই খাতটি মুখ থুবড়ে পড়বে। তিনি বলেন, উন্নত বিশ্বে তরুণদের কর্মসংস্থানে বড় অবদান রাখছে রিটেই চেইন সুপারশপ।
×