ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৪:২৮, ২ জুন ২০১৬

আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি পর্ষদের ৪৪৯ তম সভায় সর্বসম্মতিভাবে আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে, যা ১ জুন ২০১৬ থেকে কার্যকর হবে। বরেণ্য শিল্প উদ্যোক্তা আজম জে চৌধুরী তিন দশকের বেশী সময় দেশের জ্বালানী খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি ইস্ট কোস্ট গ্রুপ এবং একই সঙ্গে কনসলিডেটেড টি এ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (প্রাক্তন জেমস্ ফিনলে লিমিটেড) এবং বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেডের চেয়ারম্যান, যা আন্তর্জাতিক দ্রুতগামী বার্তা পরিবহণকারী সংস্থা টিএনটি এক্সপ্রেস-এর সহযোগী। তিনি এমজেএল (গঔখ) বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক, এটি বাংলাদেশের এলপিজি খাতে বৃহত্তম অপারেটর। তিনি ওমেরা সিলিন্ডার লি: এবং ওমেরা ফুয়েল লি: এরও পরিচালক। আজম জে চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানীজ এসোসিয়েশন (ইঊঈঅ)-এর প্রেসিডেন্ট। তিনি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেস্টা পরিষদের সদস্য। -বিজ্ঞপ্তি তারাব পৌরসভার বাজেট ঘোষণা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরে তারাব পৌরসভার ৮৮ কোটি ৮৭ হাজার ৬শ’ ৯১ টাকার বাজেট ঘোষণা করেন তারাব পৌর মেয়র মিসেস হাসিনা গাজী। বুধবার বিকেলে পৌরসভার খাদুন এলাকায় তারাব পৌর কার্যালয়ের অডিটরিয়ামে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার অধিদফতরের উপপরিচালক ইসরাত হোসেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৮ কোটি ৪০ হাজার টাকা বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৭৮ কোটি ৭৫ লাখ টাকা। -নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ বাজেটে নগরবাসীর আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘নাগরিকবৃন্দের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান কেসিসির ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নগরবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেন। রূপান্তর ও মানুষের জন্য সংস্থার সহযোগিতায় নাগরিক ফোরাম-খুলনা আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ওপর অধিক গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, আসছে বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে। এছাড়া মহানগরীর বাইরের বিস্তীর্ণ এলাকা নগরীর সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। -স্টাফ রিপোর্টার, খুলনা অফিস
×