ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কিছুটা বেড়েছে

প্রকাশিত: ০৪:২৫, ২ জুন ২০১৬

পুঁজিবাজারে সূচক কিছুটা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও সূচক কিছুটা বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ডিএসইতে প্রায় ১৫ দশমিক ৯৯ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৫৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৮ কোটি ১৫ লাখ টাকা কম। মঙ্গলবারে এই বাজারে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৬ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
×