ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলার আশঙ্কা

আমেরিকানদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি

প্রকাশিত: ০৪:২৩, ২ জুন ২০১৬

আমেরিকানদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি

আমেরিকান নাগরিকদের চলতি গ্রীষ্ম মৌসুমে ইউরোপ ভ্রমণের বিষয়ে মঙ্গলবার সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ইউরোপে মার্কিনীদের ভ্রমণে সতর্কবার্তা জারির ঘটনা কিছুটা অস্বাভাবিক ঘটনা। একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে। খবর বিবিসি ও সিএনএন অনলাইনের। যেসব মার্কিনী গ্রীষ্মকালীন অবকাশ কাটাতে ইউরোপে চায় তাদের উদ্দেশ্যে জারি করা হয়েছে এই সতর্কতা। এতে কোন সুনির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি। বলা হয়েছে ইউরোপে অধিকসংখ্যক আমেরিকানের উপস্থিতির অর্থ সন্ত্রাসীদের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনার জন্য লক্ষ্যবস্তু হওয়া। সতর্কবার্তায় কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের তথা বলা হয়েছে। এর মধ্যে বিশেষ করে প্যারিসে ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা উল্লেখ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে অবশ্য জরুরী অবস্থা জারি করা থাকবে বলে ফরাসী সরকার জানিয়েছে। এছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পরপর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে’কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র। এগুলো প্রত্যেকটি ইভেন্টে বিশেষ করে ফুটবল টুর্নামেন্টে প্রচুর দর্শক সমাগম হয়ে থাকে। মার্কিন পররাষ্ট্র দফতর নিয়মিতভাবেই বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি প্রায় নজিরবিহীন ঘটনা। গত ২০ বছরে এই নিয়ে মোটে তিনবার মার্কিনীরা ইউরোপ সফরের ওপর সতর্কতা জারি করা হলো।
×