ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন

আশাভঙ্গ হতে পারে হিলারির

প্রকাশিত: ০৪:২৩, ২ জুন ২০১৬

আশাভঙ্গ হতে পারে হিলারির

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টি থেকে হিলারি ক্লিনটন অনেকটাই এগিয়ে আছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তিনি দলীয় নমিনেশন পেয়েই গেছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে তিনি এখন এতটাই এগিয়ে যে, স্যান্ডার্স যদি বাকি সব প্রাইমারীতে জেতেনও তবু তিনি হিলারির নাগাল পাবেন না। তা সত্ত্বেও বিশ্লেষকদের অনেকে বলছেন যা ভাবা হচ্ছে হিলারির ভাগ্য ততটা সুপ্রসন্ন নাও হতে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠেয় দলীয় প্রাইমারীতে হিলারি স্যান্ডার্সের কাছে হেরে গেলে এর ফল হতে পারে সুদূরপ্রসারী। কারণ তা মনোনয়ন দৌড়ে তার টিকে থাকার সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করবে। যদিও হিলারি ইতোমধ্যেই প্রমাণ করেছেন প্রতিযোগিতায় এগিয়ে থাকার সামর্থ্য তার আছে কিন্তু ক্যালিফোর্নিয়া প্রাইমারী তাত্ত্বিকভাবে হিলারির হেরে যাওয়ার সম্ভাবনা তুলে ধরেছে। ফক্স এবং পিপিআইসি জনমত জরিপে দেখা যাচ্ছে, হিলারি স্যান্ডার্সের চেয়ে ২ শতাংশে এগিয়ে আছেন। স্যান্ডার্স যদি এ প্রাইমারীতে সামান্য ব্যবধানেও জেতেন তবে তিনি ২৫০ বা ততধিক ডেলিগেট ভোটে এগিয়ে যাবেন এবং মনোনয়ন প্রতিযোগিতায় আবার প্রবলভাবে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে নতুন নিবন্ধিত ও তরুণ ভোটাররাই স্যান্ডার্সের প্রধান সহায়ক শক্তি। ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর স্যান্ডার্স এর আগের ক’টি প্রাইমারী ও ককাসে ভাল করেননি। যে কারণে তার সমর্থকরা এখন অধীর আগ্রহে চেয়ে আছে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া প্রাইমারীর দিকে। জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এ অঙ্গরাজ্যে প্রায় ১৫ লাখ ডেমোক্র্যাট দলীয় ভোটার নিবন্ধিত হয়েছেন। সংখ্যাটি ২০১২ সালের একই সময়ের তুলনায় এটি ২১৮ শতাংশ বেশি। বিষয়টি স্যান্ডার্স সমর্থকদের জন্য আশাব্যঞ্জক। স্যান্ডার্স যদি ক্যালিফোর্নিয়া প্রাইমারীতে জেতেন সেটি মূল নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে ভোটাররা। সুপার ডেলিগেট নামে পরিচিত দলীয় শীর্ষ নীতি নির্ধারকদের কাছে এতদিন প্রথম পছন্দ ছিলেন হিলারি। দলীয় নমিনেশন চূড়ান্ত করার ক্ষেত্রে সুপার ডেলিগেটদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুপার ডেলিগেটরা যে প্রথাগত পদ্ধতিতে ভোট দিয়ে থাকেন ক্যালিফোর্নিয়া প্রাইমারীতে জিততে পারলে স্যান্ডার্সের সেই পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য প্রস্তাব করতে পারবেন। তাছাড়া তিনি ওই অঙ্গরাজ্যে জয় তাকে মন্টানা, নর্থ ডাকোটা ও নিউ জার্সিতে প্রাইমারীতে এগিয়ে রাখবে। সব মিলিয়ে যদি স্যান্ডার্সের হিলারির সঙ্গে প্রাপ্ত ডেলিগেট ভোটের ব্যবধান ২শ’ ভোটের মধ্যেও নিয়ে আসতে পারেন, সুপার ডেলিগেট পর্যায়ে নিয়ম পাল্টে হলেও সুবিধা পেতে পারেন স্যান্ডার্স। কারণ সুপার ডেলিগেটদের তখন নতুন করে ভাবতে হবে। রিপাবলিকান পার্টিতে একক প্রার্থী হিসেবে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদপার্থী হিসেবে দল থেকে তার মনোনয়ন এক রকম নিশ্চিত। প্রেসিডেন্ট প্রার্থী হলে তার সঙ্গে হিলারি কতটুটু পেরে উঠবেন তাই নিয়ে ভোটাররা এখনই মনে মনে হিসাব কষতে শুরু করেছেন। অনেকে ধারণা করছেন, হিলারি সম্ভবত ট্রাম্পকে হারাতে পারবেন না।
×