ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মধুময় জীবন

প্রকাশিত: ০৩:৪০, ২ জুন ২০১৬

মধুময় জীবন

সঞ্জয় দেবনাথ ছয় ঋতুর পরম আদরে লালিত আমাদের জন্মভূমি। রূপে মুগ্ধ হয়ে কবি বলেছিলেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।’ বসন্তের নজরকাড়া সৌন্দর্যের পর আসে গ্রীষ্মকাল। বৈশাখ-জ্যৈষ্ঠ, এ দুই মাসেই এর ব্যাপ্তি। আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুলসহ নানা ফল এ সময় পাকে। ফলের সুগন্ধে ম ম করে চারদিক। অদ্ভুত এক ঘ্রাণে মোহিত করে। এ ভাল লাগা ভাষার তুলিতে ফুটিয়ে তোলা অসম্ভব। ফলের গন্ধে জমজমাট হয় বাজার ঘাট। পল্লীর বাজারগুলো নানা ফলের আড়তে পরিণত হয়। পল্লীপ্রধান বাংলাদেশে এ এক মোহনীয় দৃশ্য। এ সময় সব ছাপিয়ে বাংলাদেশকে ফলের দেশ মনে হয়। নানা মিষ্টি ফলের সমাহার দেখা যায় সর্বত্র। মধুর মতো মিষ্টি। সবাই তাই এ সময়কে মধু মাসই বলে। যেন মনে হয় মধুময় জীবন। পত্রপত্রিকার সাহিত্য পাতায় ফুটে ওঠে ফল বন্দনা। সবার জীবন হয়ে যায় ফলময়। তবে বর্তমানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় ফলে কার্বাইড, ফরমালিনসহ নানা কেমিক্যাল মেশায় যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এসব অশুভ তৎপরতা কঠিন হাতে দমন করা উচিত। নয়ত মধুময় হয়ে উঠবে আমাদের জন্য বিষের মাস। ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে
×