ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে অনিয়মের রেকর্ড হয়েছে ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৮:৫২, ১ জুন ২০১৬

ইউপি নির্বাচনে অনিয়মের রেকর্ড হয়েছে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ চলমান ইউপি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বিরোধী দল জাতীয় পার্টি। এবারের নির্বাচন সংঘাত, সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় রেকর্ড করেছে বলে দাবি করেছেন পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, ‘জাল ভোট প্রদান, প্রকাশ্যে সিল মারা, ব্যালট পেপার ছিনতাই, প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী ব্যালট পেপারে আওয়ামী লীগের নিজ দলের কর্মীদের সিল মারাসহ ভোট কারচুপির ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক।’ এবারের নির্বাচনে এখন পর্যন্ত ১১৭ জনের প্রাণহানি ও আহত আরও প্রায় ৯ হাজার উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এ ঘটনার নেপথ্যে রয়েছে সরকার দলীয় মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের আধিপত্য বিস্তারের হিসাব-নিকাশ। এ কারণে সংঘাত মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী হিমশিম খাচ্ছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ভোট কারচুপির সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।’
×