ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সন্ত্রাস জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য বেশি’

প্রকাশিত: ০৮:৪৯, ১ জুন ২০১৬

‘সন্ত্রাস জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য বেশি’

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস ও জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। মঙ্গলবার বিকেলে মহানগর পুলিশের লালবাগ বিভাগের সিসিটিভিভিত্তিক নিরাপত্তা কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে শহীদুল হক বলেন, ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার কারণেই বিদেশী নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় জড়িত খুনীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে কলাবাগানে সিসিটিভি না থাকায় তদন্ত করতে সময় লাগছে পুলিশের। যদিও এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, জঙ্গী দমনে বিশ্বের যে কোন দেশের চেয়ে বাংলাদেশ পুলিশ বেশি সফলতা দেখিয়েছে।
×