ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমি কিনতে ৬ লাখ টাকা পেলেন ট্রি-ম্যান আবুল বাজনদার

প্রকাশিত: ০৮:৪৭, ১ জুন ২০১৬

জমি কিনতে ৬ লাখ টাকা পেলেন ট্রি-ম্যান আবুল বাজনদার

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসকদের চিকিৎসা সেবায় ক্রমেই সুস্থ হয়ে উঠছেন ট্রি-ম্যান (বৃক্ষমানব) আবুল বাজনদার (২৬)। শুধু তাই নয়, এবার এক চিকিৎসক তাকে তিন কাঠা জমি কেনার জন্য ৬ লাখ টাকা দান করেছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ কবির চৌধুরী এ টাকা দেন তাকে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মিলনায়তনে এক অনুষ্ঠানে আবুল বাজনদারের বাবার হাতে ৬ লাখ টাকার চেক তুলে দেন তিনি। জাতীয় বার্ন ইউনিট প্রকল্প সমন্বয়ক ডাঃ সামন্তলাল সেন ঘটনার সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে জানান, আবুলকে এই অনুদানের টাকা দিয়েছেন তারই চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য প্রফেসর ডাঃ কবির চৌধুরী। আশা করি, আবুল বাজনদার দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। বার্ন ইউনিটের পঞ্চম তলার কেবিন কক্ষে আবুল বাজনদার সাংবাদিকদের জানান, আমি খুবই আনন্দিত, যা ভাষায় প্রকাশের মতো নয়। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকব সবার কাছে আমি ঋণী হয়ে থাকব।
×