ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:৪৬, ১ জুন ২০১৬

গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ মে ॥ গাজীপুরে এক সোয়েটার কারখানায় মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাতে একটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সুতাসহ কারখানার মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, নলজানী এলাকার ‘টার্গেট ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে সোয়েটার কারখানার নিচ তলার সুতার গুদামে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। কারখানার অন্য সেকশনে রাতের পালার কাজ শেষে শ্রমিকরা চলে গেলেও জ্যাকার সেকশনে কিছু শ্রমিক কাজ করছিলেন। আগুনের শিখা ও ধোঁয়া দেখে শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসে। শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও টঙ্গীসহ ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে রাত একটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
×