ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওয়াজ শরীফের ওপেন হার্ট সার্জারি

প্রকাশিত: ০৮:০৯, ১ জুন ২০১৬

নওয়াজ শরীফের ওপেন হার্ট সার্জারি

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপেন হার্ট সার্জারি ব্রিটেনে সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় এ তথ্য জানান। এটি গত পাঁচ বছরের মধ্যে ৬৮ বছর বয়সী নওয়াজের হৃদযন্ত্রে দ্বিতীয় বড় অস্ত্রোপচার। খবর এএফপির। টুইট বার্তায় তিনি বলেন, আল্লাহর রহমতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হবে। অপর এক টুইট বার্তায় তার বাবার জন্য প্রার্থনা করায় শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানান মরিয়ম। মরিয়ম টুইট বার্তায় জানান, অস্ত্রোপচারে চার ঘণ্টার বেশি সময় লেগেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রিটেনে স্থানীয় সময় সকাল আটটায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অস্ত্রোপচার শুরু হয়। গত বুধবার চিকিৎসার জন্য লন্ডন যান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর এক সপ্তাহ হাসপাতালে থাকবেন নওয়াজ শরীফ।
×