ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরী ফের রিমান্ডে

প্রকাশিত: ০৭:৫৯, ১ জুন ২০১৬

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরী ফের রিমান্ডে

শংকর কুমার দে ॥ সরকার উৎখাতের ষড়যন্ত্রের রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আনা হবে আসলাম চৌধুরীকে। ইহুদী রাষ্ট্র ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দিল্লীতে বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। এই ষড়যন্ত্রের সঙ্গে আর কারা জড়িত এবং দিল্লী বৈঠকের বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে তথ্যাদি বের করার জন্য বিএনপির নেতা আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবি সূত্রে এ খবর জানা গেছে। ডিবি সূত্র জানায়, আদালতে পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ‘সাম্প্রতিককালে বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর চেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসামি আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।’ আসলাম চৌধুরীর আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিনের আবেদন করে বলেন, আসলাম চৌধুরীর দাওয়াত পেয়ে ভারতের এক অনুষ্ঠানে গেলে সেখানে ইসরাইলের লিকুদ পার্টির ওই নেতার সঙ্গে তার দেখা হয়। তাদের মধ্যে রাষ্ট্রদ্রোহমূলক কী কথা হয়েছিল তা তো রাষ্ট্রপক্ষ এখানে বলতে পারছে না। আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। ডিবি সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেয় ঢাকার মহানগর হাকিম গোলাম নবী। রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। শুনানি শেষে আদেশ দেয় আদালত। গত ২৬ মে বৃহস্পতিবার গুলশান থানায় আসলামের বিরুদ্ধে বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী। পরদিন আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবির পরিদর্শক (ইন্সপেক্টর)।
×