ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেয়রের প্রশংসায় ক্যামেরন

সাদিক খান একজন ‘গর্বিত মুসলিম’ ও ‘গর্বিত ব্রিটিশ’

প্রকাশিত: ০৭:৪৯, ১ জুন ২০১৬

সাদিক খান একজন ‘গর্বিত মুসলিম’ ও ‘গর্বিত ব্রিটিশ’

লন্ডনের মেয়র সাদিক খানকে একজন ‘গর্বিত মুসলিম’ ও ‘গর্বিত ব্রিটিশ’ বলে প্রশংসা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। উগ্রপন্থিদের সঙ্গে সাদিক খানের সম্পৃক্ততা থাকার অভিযোগ তুলে ক্যামেরনের কনজারভেটিভ পার্টির তীব্র প্রচারাভিযান শুরুর মাত্র কয়েক সপ্তাহের মাথায় তার এ প্রশংসা করলেন খোদ প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, তার সঙ্গে একযোগে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারাভিযানে যোগ দিচ্ছেন সাদিক খান। খবর বিবিসির ক্যামেরন বলেন, “আমি এখানে এরকম গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ ইস্যুতে লন্ডনের মেয়রের-(যিনি লেবার পার্টির সদস্য)—সঙ্গে এক মঞ্চ ভাগ করে নিতে পেরে গর্বিত।” “এমন একজন যিনি একজন গর্বিত মুসলিম, একজন গর্বিত ব্রিটিশ এবং লন্ডনের একজন গর্বিত বাসিন্দা। তিনিই পৃথিবীর শ্রেষ্ঠ নগরের মেয়র হতে পারেন। এটি আমাদের দেশ সম্পর্কে সবাইকে একটি বার্তা দেয়।” ক্যামেরন ও সাদিক একসঙ্গে ‘এ্যা ব্রিটিশ স্ট্রংগার ইন ইউরোপ ব্যাটেল বাস’ এর উদ্বোধন করেন। গ্রীসের কাছে সাগর থেকে ২৯ অভিবাসী উদ্ধার গ্রীক উদ্ধারকারীরা গ্রীসের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ লেফকাদার অদূরে সাগর থেকে ২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। অভিবাসনপ্রত্যাশীরা ইতালি যাচ্ছিল। গত মার্চে মেসিডোনিয়ার সঙ্গে গ্রীসের সীমান্ত বন্ধ করে দেয়ার পর এই প্রথমবারের মতো গ্রীস থেকে ইতালি যেতে সচেষ্ট অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করার ঘটনা ঘটল। উদ্ধারকৃতদের জাতীয়তা এখনও জানা যায়নি। রবিবার আইওনিয়ান সাগরে তাদের ছোট ডিঙ্গি নৌকায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মানবপাচারকারীরা তাদের এ নৌকায় তুলে সাগরে ভাসিয়ে পালিয়ে যায় বলে মনে করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চার ও পাঁচ বছরের দুটি শিশু রয়েছে। মার্চে সীমান্ত বন্ধ করে দেয়ার আগ পর্যন্ত হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী, যাদের অধিকাংশ সিরীয় যুদ্ধের কারণে শরণার্থী হয় এবং গ্রীস হয়ে জার্মানি পাড়ি জমায়। -বিবিসি
×