ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোয়েন্দা ও অন্যান্য সংস্থার তথ্য

আইএসের প্রতি ঝুঁকেছে পাঁচ ভারতীয়

প্রকাশিত: ০৭:৪৮, ১ জুন ২০১৬

আইএসের প্রতি ঝুঁকেছে পাঁচ ভারতীয়

ইসলামিক স্টেট (আইএস) এখনও পর্যন্ত ভারতে বড় ধরনের প্রভাব ফেলতে ব্যর্থ হয়ে থাকতে পারে, কিন্তু ৪০০ থেকে ৫০০ ভারতীয় আইএসের তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার মতবাদের প্রতি আকৃষ্ট হয়েছে। সরকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ হিসেবে একথা বলা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডেকান ক্রোনিকলের। এসব ভারতীয়ের বেশিরভাগই তরুণ। তারা ওয়েবে নিয়মিত কথা বলে এবং আইএসের কোন সদস্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালায়। তারা বিশ্বে সন্ত্রাসী দলটির সাফল্য নিয়ে আলোচনা করতে গিয়ে দলটির ইরাক ও সিরিয়ায় দখল করা ভূখ-ে যাওয়ার উপায় খুঁজে পেতে চায়। বর্তমানে ভারতীয় মুসলিমদের ওপর আইএসের সীমিত প্রভাবই রয়েছে বলে সরকার মনে করে। কিন্তু ৫০০ ভারতীয়ের আইএসের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনা গোয়েন্দা সংস্থা, রাজ্য পুলিশ বিভাগ ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) সতর্কাবস্থায় রেখেছে। গত কয়েক মাস ধরে এসব তরুণের মধ্যে অনেককেই এনআইএ জিজ্ঞাসাবাদ করে। তাদের বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। তাদের চরমপন্থী পথ থেকে ফিরিয়ে আনতে পরামর্শ দেয়া হয়। কর্মকর্তারা বলেন, যারা ইতোপূর্বে জৈইশ-ই-মোহাম্মদ, ইন্ডিয়ান মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা, হিজবুল মুজাহিদীন ও অন্যান্য সংগঠনের প্রতি আকৃষ্ট হয়েছিল, তারাই আইএসের দিকে ঝুঁকছে বলে মনে হয়। আইএসের প্রতি সহানুভূতিশীল এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঐ সব সংস্থার চালানো বিশ্লেষণে দেখা যায়, আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এমন ভারতীয় তরুণদের অধিকাংশই দলটি শরিয়া আইনের ভিত্তিতে এক খিলাফত প্রতিষ্ঠা করবে বলে ব্যক্ত এর মৌলিক দর্শনের প্রতি আকৃষ্ট হয়েছে। এক গোয়েন্দা বিশেষজ্ঞ বলেন, এ ধারণা তাদের মনে আবেদনের সৃষ্টি করে। তারা বিশ্বাস করে যে, মুসলিমরা বছরের পর বছর ধরে পশ্চিমা দেশগুলোর হাতে নির্যাতিত হয়েছে এবং এ সম্পর্কে তাদের কিছু করা প্রয়োজন। তারা আরও মনে করে যে, আধুনিক বিশ্বে খুব বেশি সামাজিক অনাচার বিদ্যমান এবং আইএসের নেতৃত্বাধীন খিলাফতই কেবল কোন প্রতিকার প্রদান করতে পারে। তবে আইএসের প্রতি আকৃষ্ট ভারতীয়দের ভারতে প্রচলিত ব্যবস্থা নিয়ে খুব বেশি অভিযোগ নেই। তিনি বলেন, আমাদের মূল্যায়ন হলো এসব ব্যক্তি সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী বা ভারতেরই ওপর প্রতিশোধ নেয়ার স্পৃহা পোষণ করে না। অনেকেই শিক্ষা, চাকরি সব কিছুই পাচ্ছে এবং যে কোন জায়গায় চলাফেরার স্বাধীনতাও ভোগ করছে। ঐসব তরুণ জম্মু ও কাশ্মীর, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লীসহ কয়েকটি রাজ্যের বাসিন্দা। এ পর্যন্ত ভারতীয় সংস্থাগুলো ৪৯ জন আইএস রিক্রুটকে গ্রেফতার করেছে। তারা সিরিয়া/ইরাকে যাওয়া বা একা একা ভারতে হামলা চালানোর আগেই তাদের গ্রেফতার করা হয়। সন্দেহভাজন তরুণদের উপযুক্ত সময়েই খুঁজে বের করা হচ্ছে এবং কোন হিংসাত্মক কাজ সংঘটন ও আইএস ভূখ-ে যাওয়ার চেষ্টার আগেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো হস্তক্ষেপ করছে।
×