ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসলাম শিক্ষা

প্রকাশিত: ০৬:৩০, ১ জুন ২০১৬

ইসলাম শিক্ষা

১. ‘আপনার কাপড় পবিত্র রাখুন।’ কোন সূরার অংশ? ক) আল-মায়িদা খ) মূলক গ) হাশর ঘ) আল-মুদ্দাস্সির ২. শরিয়তের উৎস হিসেবে কিয়াসের স্থান কততম? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ ৩. উম্মে জামিল কে ছিল? ক) আবু জেহেলের স্ত্রী খ) আবু লাহাবের স্ত্রী গ) আবু সুফিয়ানের স্ত্রী ঘ) আবু মুসার স্ত্রী ৪. কালিমার পরেই কিসের স্থান? ক) সাওম খ) সালাত গ) ইমান ঘ) আমল ৫. আসমানি কিতাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- ক) অনৈতিক পথে জীবন পরিচালনা করতে খ) রাজনৈতিক প্রতিপত্তি হাসিল করতে গ) নৈতিক ও আর্দশিক জীবন গঠন করতে ঘ) উঁচু শ্রেণির মানুষ হতে ৬. ‘অশ্লীলতা যে কোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যম-িত করে।’ হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত? ক) বুখারি খ) মুসলিম গ) নাসাহ ঘ) তিরমিযি ৭. বিনা দ্বিধায় আল্লাহর নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করাকে কী বলে? ক) ইমান খ) ইসলাম গ) ইবাদত ঘ) তাসাওফ ৮. ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।’ Ñকে বলেছেন? ক) আল্লাহ খ) মুহাম্মদ (স) গ) শ্রেণি শিক্ষক ঘ) প্রধানমন্ত্রী ৯. ‘অ ইলা রব্বিকা ফারগাব’ এর অর্থ- ক) অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে খ) এবং আপনার প্রতিপালকের প্রতি মানোনিবেশ করুন গ) এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি ঘ) মানব জীবনে সুখ-দুঃখ থাকবেই ১০. বিশ্বজগতের পরিচালনার দিকে তাকালে তুমি কী দেখতে পাও? ক) আল্লাহর সৃষ্টি রহস্য খ) আল্লাহর সৌন্দর্য গ) আল্লাহর মহানুভবতা ঘ) আল্লাহর একত্ববাদ ১১. মহানবী (স) শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে কী গঠন করেন? ক) শান্তি কমিটি খ) হিলফুল ফুযুল গ) ফিজার সন্ধি ঘ) হারবুল ফিজার ১২. আমাদের জান্নাত ও জাহান্নামে বিশ্বাস করতে হবে। কেননা এ বিশ্বাস- র. ইমানের অঙ্গ রর. ইমানকে মজবুত করে ররর. পরকালে শাস্তি লাঘব করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১৩. সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য কিসের বিকল্প নেই? ক) গণতন্ত্রের খ) সমাজতন্ত্রের গ) অর্থনৈতিক স্বাধীনতার ঘ) ইসলামের ১৪. মানুষের মধ্যে ভালো কারা? ক) যাদের দেখলে ব্যবসার কথা মনে পড়ে খ) যাদের দেখলে জ্ঞানী মনে হয় গ) যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয় ঘ) যাদের দেখলে রাজনৈতিক স্পৃহা জাগ্রত হয় ১৫. আখলাকে হামিদা কী রূপ? ক) অকল্যাণকর খ) অপরিচ্ছন্ন গ) কুসংস্কারাচ্ছন্ন ঘ) কল্যাণকর ১৬. সহিহ ‘আস সাদিক’-এর রচয়িতা কে? ক) আব্দুল্লাহ ইবন আমর ইবন আস খ) আবু আব্দুল্লাহ ইবন ইয়াজিদ গ) উমর ইবন আব্দুল আযিয ঘ) আবু দাউদ সুলায়মান ইবন আশআস ১৭. ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল সংকলিত হাদিস গ্রন্থের নাম কী? ক) সহিহ মুসলিম খ) সহিহ বুখারী গ) জা’মি তিরমিযি ঘ) সুনামে নাসাঈ ১৮. কেউ তার ভাইয়ের সাহায্যে রত থাকা অবস্থায় আল্লাহ কী করেন? ক) তাকে সাহায্য করেন খ) তাকে অভিশাপ দেন গ) তার প্রতি খুশি থাকেন ঘ) তাকে ভালোবাসেন ১৯. কুরআনের মাধ্যমে কোন বৈজ্ঞানিক সত্য উদঘাটিত হয়েছে? ক) মাধ্যাকর্ষণ শক্তির খ) বিশ্বজগৎ ও সৃষ্টি বৈচিত্র্যের গ) টেলিভিশন আবিষ্কারের ঘ) গাণিতিক সূত্রের ২০. কোনটি ইসলামের শারীরিক ও আর্থিক ইবাদত? ক) সালাত খ) হজ গ) সাওম ঘ) যাকাত ২১. সাধারণত কারো নিকট কোন অর্থ সম্পদ গচ্ছিত রাখাকে কী বলে? ক) আমানত খ) খিয়ানত গ) আদালত ঘ) আহদ ২২. কখন ইসলামী সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটে? ক) আবু বকর (রা) এর যুগে খ) আলী (রা) এর যুগে গ) উসমান (রা) এর যুগে ঘ) হাজ্জাজ বিন ইউসুফের যুগে সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (খ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (ক) ২২. (গ)
×