ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এভাবেই প্রতিদান দিতে চান মঈন আলি

প্রকাশিত: ০৬:২৩, ১ জুন ২০১৬

এভাবেই প্রতিদান দিতে চান মঈন আলি

স্পোর্টস রিপোর্টার ॥ মঈন আলির প্রথম পরিচয় তিনি একজন খাঁটি ব্যাটিং-অলরাউন্ডার। কার্যকর ঘূর্ণিবলের পাশাপাশি যে কোন পজিশনে ব্যাট হাতে জ্বলে ওঠার ক্ষমতার জন্য তাকে আধুনিক ইংল্যান্ডের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডারই ভাবা হয়। কিন্তু ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবে এখন খেলেন বোলিং-অলরাউন্ডার হিসেবে! আট নাম্বারের আগে খুব একটা ব্যাট করার সুযোগ হয় না। বেন স্টোকসের চোটে ডারহাম টেস্টে সাতে উঠিয়ে আনা হয়েছিল। বিপদের মুখে পাওয়া সুযোগটা কি দারুণভাবেই না কাজে লাগালেন। খেললেন অপরাজিত ১৫৫ রানের অনবদ্য ইনিংস। সৌজন্যে প্রথম ইনিংসে ৪৯৮ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে মঈন দলের প্রতি ঋণ শোধ হিসেবেই দেখছেন। ‘এখন কিছু রান করতে হবে আমাকে। আমার মনে হয়েছে দলের কাছে আমার এই দেনাটা জমে আছে।’ বলেন পাকিস্তানী বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার। ২৮ বছর বয়সী অলরাউন্ডার আরও বলেন, ‘ছয় নম্বরে ব্যাট করাটা উপভোগ করি (টেস্টে শুরুতে এখানেই ব্যাট করতেন)। তবে আট নম্বরে নেমে হারিয়ে যাইনি। আরও ওপরে ব্যাট করতে হলে আমাকে আরও রান করতে হবে।’ ডারহাম টেস্টের প্রথম ইনিংসে স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংই করেছেন। ১৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পা রাখা মঈন। ১০০-১৫০ পরের ৫০ রানের জন্য রুদ্রমূর্তির ব্যাটসম্যান বল খেলেন মোটে ৪১টি! শেষ পর্যন্ত ২০৭ বলে ১৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৫৫। নিজের দুরন্ত এই ইনিংস সম্পর্কে মঈন বলেন, ‘অফ সাইডে আমার খেলা একই সঙ্গে আমার শক্তি ও দুর্বলতা। তবে আমি এভাবেই ব্যাটিং করে যেতে চাই। কুক যখন আমাকে জানাল, আমি সাত নম্বরে নামব, তখন সে আমাকে আমার মতো খেলতে বলেছিল। সেই স্বাধীনতা নিয়েই আমি খেলেছি।’ ইংল্যান্ডের হয়ে সাতে নেমে ১৫০ বা তার বেশি রানের ইনিংস ছিল মাত্র চারটি। আর ইংল্যান্ডের মাটিতে সাত নম্বরে ব্যক্তিগত চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংসটি এটি। ১৭৫, ১৬৯ ও ১৬৪ রান নিয়ে শীর্ষে যথাক্রমে শ্রী রঞ্জিত সিংজি (১৮৯৭), জো হার্ডস্টাফ জুনিয়র (১৯৩৮) ও ডেরেক রেন্ডেল (১৯৮৪)। এখন ব্যাটসম্যান পরিচয় একটু চাপা পড়ে গেলেও উস্টারশায়ারের হয়ে কাউন্টিতে খেলেন টপঅর্ডারে। দ্বিতীয় টেস্টের আগে ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুকও স্বীকার করে বলেছিলেন, আট নম্বরে একটু ‘আত্মপরিচয়Ñ সঙ্কটেই ভুগছে মঈন। এখন সেটা ইংলিশ অলরাউন্ডারের অনেকটাই কমে যাওয়ার কথা। ইংল্যান্ডের বড় স্কোরের পেছনে মঈনের ইনিংসটার গুরুত্ব অনেক। প্রথমদিন ৬৮তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে জেমস ভিঞ্চ (৩৫) যখন আউট হন তখন ক্রিজে আসেন। ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে যোগ করেন ৭০ রান। ব্যক্তিগত ৪৮ রানে বেয়ারস্টো ফেরার পর কেই বা ভেবেছিল টেল-এন্ডারদের নিয়ে এভাবে জ্বলে উঠবেন মঈন? সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে তুলে নেন আরও ৯২।
×