ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক নম্বরে এ্যান্ডারসন

প্রকাশিত: ০৫:৫৬, ১ জুন ২০১৬

এক নম্বরে এ্যান্ডারসন

স্পোর্টস রিপোর্টার ॥ জেমস এ্যান্ডারসন ইংল্যান্ড ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক। আধুনিক সময়ের অন্যতম সফল বোলার। এক যুগে বিশ্ব ক্রিকেটেরই আলোচিত নাম। অথচ আনুষ্ঠানিক শ্রেষ্ঠত্বের খেতাবটা পাওয়া হয়নি। অবশেষে ঘুচল সেই আক্ষেপ। সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে সরিয়ে প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ৩৩ বছর বয়সী এ্যান্ডারসন। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই টেস্টে অসাধারণ পারফর্মেন্সের কারণেই মূলত চূড়ায় উঠলেন সুইং বোলিংয়ের এই শিল্পী। সোমবার শেষ হওয়া ডারহাম টেস্টে (চেষ্টার-লি-স্ট্রিট) দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এ্যান্ডারসন। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে সাড়ে ৪’শ উইকেট (১১৫ টেস্টে ৪৫১) নেন ইংলিশ পেসার। কম ম্যাচ খেলার হিসেবে যা তৃতীয় দ্রুততম। ৮ শিকারে র‌্যাঙ্কিংয়ে যোগ হয়েছে বাড়তি ৩০ পয়েন্ট। এর আগে প্রথম টেস্টে হেডিংলিতে পেয়েছিলেন ১০ উইকেট। দুই টেস্টে সব মিলিয়ে অর্জন ৭৯ পয়েন্ট। তাতে চার ধাপ এগিয়ে উঠে এলেন শীর্ষে। এ্যান্ডারসনের আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পেরেছিলেন আর মাত্র ৩ জন ইংলিশ বোলার। ১৯৮০ সালে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইয়ান বোথাম। ২০০৪ সালে স্টিভ হার্মিসন। সবশেষ এই বছরের শুরুর দিকে ব্রড। তায়কোয়ানদোতে আনসার চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে শেষ হয়েছে ‘ওয়ালটন জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতা।’ এতে ৭টি স্বর্ণপদক পেয়ে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়ানদো দল। এবারের প্রতিযোগিতায় কিডস (বালক-বালিকা), জুনিয়র (বালক-বালিকা) ও সিনিয়র (নারী-পুরুষ) ক্যাটাগরিতে বিভিন্ন জেলা ও সংস্থার ১৬০ খেলোয়াড় অংশ নেয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন এফএম ইকবাল বিন আনোয়ার (হেড অব দ্যা স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার, ওয়ালটন গ্রুপ) এবং মোঃ রায়হান (ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মার্কেটিং, ওয়ালটন গ্রুপ)।
×