ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শচীনকে ছাড়িয়েও বিনয়ী কুক

প্রকাশিত: ০৫:৫৬, ১ জুন ২০১৬

শচীনকে ছাড়িয়েও বিনয়ী কুক

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রেট শচীন টেন্ডুলকরকে টপকে কম বয়সে ১০ হাজার রান সংগ্রহে নতুন রেকর্ড গড়েছেন এ্যালিস্টার কুক। চাট্টিখানি কথা নয়। তবু বিনয়ী সাদা পোশাকের ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, রেকর্ড নয় তার কাছে দলের জয়টাই বড়। ডারহামে চারদিনেই ৯ উইকেটের বড় জয় পেয়েছে ইংলিশরা। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে তিন টেস্টের ‘ইনভেস্টেক’ সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। দিনেশ চান্দিমালের অবিশ্বাস্য দৃঢ়তায় (১২৬) দ্বিতীয় ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলোঅনে পড়েও ৭৯ রানের লিড পায় অতিথিরা। ৮০ রানের ছোট্ট লক্ষ্যে ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় ইংল্যান্ড। তার আগে প্রথম ইনিংস ৪৯৮ রানের জবাব দিতে নেমে লঙ্কানরা অলআউট হয়েছিল ১০১ রানে। ‘যত বেশি সম্ভব রান করে দলকে জেতানোটাই বড় ব্যাপার। আপনি রান করলেন, কিন্তু দল জিতল না, এমন ব্যক্তিগত রেকর্ডের কোন মূল্য নেই।’ বলেন কুক। তিনি আরও যোগ করেন, ‘শচীন জীবন্ত কিংবদন্তি। তার সঙ্গে তুলনার দুঃসাহস আমার নেই।’ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিক হতে কিছুদিন আগেই কুক ছাড়িয়ে এসেছেন পূর্বসূরি গ্রাহাম গুচকে। যিনি বর্তমানে টিম ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক। গুরুকে স্মরণ করে কুক বলেন, ‘গুচের তাড়া খেয়ে প্রতিনিয়ত সকাল সাতটায় ঘুম থেকে উঠে নেটে অনুশীলন করেছি। এটা সেই পরিশ্রমের ফসল।’ গুচের কণ্ঠেও কুক-স্তুতি, ‘ও এমন এক ক্রিকেটার, যে নিজের কাজটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে। মনে-প্রাণে বিশ্বাস করে, দলের জয়টাই বড়, তাই ব্যক্তিগত অর্জনগুলো কুকের পায়ে এসে লুটোপুটি খায়। ওকে অভিনন্দন।’ দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৭ রানের মধ্য দিয়ে দারুণ এ রেকর্ডটি নিজের করে নেন কুক। ২০০৫ সালে কলকাতা টেস্টে ৩১ বছর ৩২৬ দিন বয়সে ১০ হাজার রান করেছিলেন ভারতীয়দের ‘ক্রিকেট-ঈশ্বর’ শচীন। পরশু ৪৭-এর পথে ৫ রান করে কুক যখন সেখানে পা রাখলেন তখন তার বয়স ৩১ বছর ১৫৭ দিন। সিরিজ শুরুর আগে ল্যান্ডমার্কে উঠতে প্রয়োজন ছিল মাত্র ৩৬ রান। সেটি পেতে আধুনিক ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যানকে কত কাঠখড়ই না পেড়াতে হলো! হেডিংলির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রান করে আউট হন, প্রতিপক্ষ ইনিংস ব্যবধানে হেরে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ের সুযোগ পাননি। ২০ রান দূরে থেকে ডারহামের দ্বিতীয় টেস্ট শুরু করেন। এবার হচ্ছে, অনেকে নিশ্চিত ধরে নিয়েছিলেন। কিন্তু প্রথম ইনিংসে আউট হয়ে যান ১৫ রানে! অবশেষে দ্বিতীয় ইনিংসে ৪৭ রানের পথে এল সেই মহেন্দ্রক্ষণ। এজন্য অবশ্য প্রতিপক্ষ ব্যাটসম্যান চান্দিমালকে ধন্যবাদ দিতে পারেন কুক। কারণ দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটসম্যান ১২৬ রান না করলে এখনেও দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ হতো না ইংল্যান্ড অধিনায়কের! কেবল কম বয়সে শচীনকে টপকে যাওয়াই নয়, প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের চূড়ায় উঠলেন এ্যালিস্টার নাথান কুক। ১২৮ টেস্টে মোট রান ১০,০৪২। সেঞ্চুরি দেশের পক্ষে সর্বোচ্চ ২৮টি। গুচের রান ৮,৯০০ (১৯৭৫-১৯৯৫)। ইংল্যান্ডের হয়ে এখনও খেলা চালিয়ে যাওয়াদের মধ্যে কাছাকাছি থাকা কেভিন পিটারসেনের (৮১৮১) সঙ্গে পার্থক্য ২,৮৬২ রান। সর্বোপরি টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কুক আছেন ১২ নম্বরে। ১৫,৯২১ রান নিয়ে সবার ওপরে শচীন। অবশ্য বর্তমানেদের মধ্যে কুকই সবার ওপরে। ম্যাচে ৩+৫= ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার জেমস এ্যান্ডারসন। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে সাড়ে ৪’শ উইকেট (১১৫* টেস্টে ৪৫১) নেন ইংলিশ পেসার। কম ম্যাচ খেলার হিসেবে যা তৃতীয় দ্রুততম। প্রথম টেস্টে ইনিংস ও ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল কুকের দল, এবারও চারদিনে জয়টা ৯ উইকেটের বড় ব্যবধানে। প্রতিপক্ষ লঙ্কানদের যেখানে ত্রাহীমধুসুদন অবস্থা সেখানে ফুরফুরে মেজাজে স্বাগতিক ইংলিশরা আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে, লর্ডসে যেটি শুরু ৯ জুন।
×