ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ;###;গাজী গ্রুপকে হারাতে পারলেই সুপারলীগে প্রাইম দোলেশ্বর

পাঠানকে নিয়ে নামবে আজ আবাহনী

প্রকাশিত: ০৫:৫৪, ১ জুন ২০১৬

পাঠানকে নিয়ে নামবে আজ আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক চমক দিয়েই চলেছে আবাহনী লিমিটেড। তাতে কখনও জোয়ার, কখনও ভাটা দেখা গেছে। তবে সুপারলীগে উঠতে হলে সব ম্যাচ জিততে হবে, এমন সমীকরণে এসে জিতেই চলেছে আবাহনী। তাতে চমক আরও বড় মিলছে। আজ যেমন প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলতে নামবে আবাহনী। আর এ ম্যাচে ভারতের ইউসুফ পাঠান আবাহনীর হয়ে খেলতে নামবেন। ম্যাচটি বিকেএসপিতে হবে। একইদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। দোলেশ্বর ম্যাচটিতে জিতলেই সুপারলীগে উঠে যাবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আরেকটি ম্যাচ হবে। সেই ম্যাচে লীগে খেলা ১২ দলের মধ্যে সবচেয়ে দুর্বল দুই দল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ) মুখোমুখি হবে। সাত ম্যাচ শেষে ৩ জয়ে বিপাকে ছিল আবাহনী। শেষ পর্যন্ত সুপারলীগে খেলতে পারবে কিনা আবাহনী, সেই শঙ্কা দেখা দিয়েছিল। বাকি থাকা চার ম্যাচের মধ্যে একটি হারলেই সুপারলীগে খেলা হাতছাড়া হয়ে যেতে পারত। আর দুটি ম্যাচ হারলেতো শঙ্কা সত্যি হয়ে যেত। এমন পরিস্থিতিতে ভারতের রজত ভাটিয়াকে দলে ভিড়িয়েছে আবাহনী। তার ছোঁয়ায় যেন জিততেও শুরু করে দেয় তামিম ইকবালের দল। হাতে থাকা বাকি চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচ ভাটিয়া খেলেছেন। দুটিতেই জয় তুলে নিয়েছে আবাহনী। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্ত হওয়ায় পরিপূর্ণ শক্তিশালী হয়ে উঠেছে আবাহনী। এবার ভারতের ইউসুফ পাঠান খেলবেন আবাহনীতে। আজই খেলতে নামবেন। ম্যাচটি জিতলে সুপারলীগে ওঠা নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল, তা থেকে ধোয়াশা কমে যাবে। হাতে থাকবে লীগ পর্বের আর একটি ম্যাচ। সেটিতে জিতলে ১৪ পয়েন্ট নিয়ে সুপারলীগে খেলবে আবাহনী। হারলেও সুযোগ থাকবে। তবে আবাহনী আর হারের দিকে মনোযোগী নয়, শুধুই জিততে চায়। তাইতো মনোজ তিওয়ারি, মানবিন্দর বিসলা, উদয় কোল ও রজত ভাটিয়ার পর ভারতের বড় তারকা ক্রিকেটারদের এখন দলে ভেড়াচ্ছে আবাহনী। আজকের ম্যাচটির পর লীগ পর্বের শেষ ম্যাচটিও খেলবেন ইউসুফ পাঠান। এরপর হয়ত আরও বড় তারকা আবাহনীতে দেখা যাবে। বিসিবির পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও আবাহনীর ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘বুধবারের ম্যাচ থেকে ইউসুফ পাঠান খেলবে। মঙ্গলবার রাতেই চলে আসবে। লীগ পর্বের শেষ ম্যাচটিও খেলবে ইউসুফ। এরপর আর খেলবেন না।’ আজ ও ৬ জুন সিসিএসের বিপক্ষে ম্যাচে জয় খুবই জরুরী আবাহনীর জন্য। বিশেষ করে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচটি। পরের ম্যাচ সিসিএসের বিপক্ষে। জয় নিশ্চিতই বলা চলে। তাই আজকের ম্যাচটি জিতলেই আবাহনী সুপারলীগে খেলা নিশ্চিত করে ফেলবে বলা যায়। তবে প্রাইম ব্যাংকের সামনেও ভাল সুযোগ। দলটি ১০ পয়েন্ট পেয়েছে। আবাহনীকে হারাতে পারলে হবে ১২ পয়েন্ট। সুপারলীগে খেলার আশা তৈরি করবে তখন। প্রাইম ব্যাংকও নিশ্চয়ই জয়ের আশাই করছে। আবাহনী ও প্রাইম ব্যাংক যে দলই জিতুক, কোন দলেরই নিশ্চিতভাবে সুপারলীগে খেলা নিশ্চিত হবে না আজ। অপেক্ষা করতে হবে শেষ ম্যাচটির জন্য। তবে আজ যদি প্রাইম দোলেশ্বর জিতে যায়, তাহলে ১৪ পয়েন্ট নিয়ে সবার আগে সুপারলীগে খেলা নিশ্চিত করবে দোলেশ্বর। প্রতিপক্ষ গাজী গ্রুপও সুপারলীগে খেলার সম্ভাবনায় আছে। ১০ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে থাকা গাজী গ্রুপ আজ জিতলে ১২ পয়েন্ট হয়ে যাবে। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে ১২ পয়েন্ট কোন দলের হলেও সুপারলীগে খেলার জোরালো সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে গাজী গ্রুপও আজ জেতার জন্যই প্রাণপণ চেষ্টা করবে। আরও একটি ম্যাচ রয়েছে। যে ম্যাচটি আসলে সুপারলীগের সঙ্গে কোন সম্পৃক্ততাই নেই। কলাবাগান সিএ ও সিসিএস পরস্পরের মুখোমুখি হবে। সিসিএস এখন পর্যন্ত ৯ ম্যাচে ২ জয় পেয়েছে। কলাবাগান সিএ পেয়েছে এক ম্যাচে জয়। সবার নিচে আছে কলাবাগান সিএ। তার ঠিক উপরেই ১১ নম্বর স্থানে আছে সিসিএস। এ দুটি দল যে রেলিগেশনে খেলবে, তা সবারই বোঝা হয়ে গেছে। তবে আরেকটি জয় দুইদলই চায়। সেই জয়টি আজও মিলে যেতে পারে। ভা-ারে জয়ের সংখ্যা বাড়ানোর জন্যই এ দুইদল নামছে। ঢাকা লীগের দশম রাউন্ড শুরু হচ্ছে। তিনটি ম্যাচ হবে আজ। এ ম্যাচগুলোর মধ্যে কলাবাগান সিএ-সিসিএস ম্যাচটি ছাড়া বাকি দুই ম্যাচের দিকেই সবার নজর থাকছে। তবে ম্যাচগুলোর মধ্যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ব্যাট করে ৭২.২০ গড়ে ৩৬১ রান করা এক ইউসুফ পাঠানের জন্যই আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচটি অন্যরকম আবহ তৈরি করছে।
×