ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নয় ॥ বিসিবি

প্রকাশিত: ০৫:৫৩, ১ জুন ২০১৬

মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নয় ॥ বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বীরের খেতাব পেয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যে আলো ছড়িয়েছেন, পুরো বিশ্ব ক্রিকেট এখন মুস্তাফিজ বন্দনায় মুখোর। মুস্তাফিজ শুধু নিজেরই নয়, দেশের নামও গর্বিত করছেন। সেই মুস্তাফিজ প্রায় দুই মাস পর বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসলেন। তাকে ঘিরে স্বাভাবিকভাবেই থাকবে উত্তেজনা থাকবে। তা থাকলও। তবে মুস্তাফিজের চেয়েও যেন সাসেক্সে ‘কাটার মাস্টারে’র খেলা নিয়ে থাকল বেশি আগ্রহ। আর জানাও গেল, মুস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বলে সাসেক্সে খেলতে যাবেন না মুস্তাফিজ, এমনটি নয়। এ সিদ্ধান্ত এখনই আসছে না। আরও দুই-একদিন সময় লাগবে। সেই সময় লাগার কারণ, তার ফিটনেস দেখা। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য কোয়ালিফায়ার-২ ম্যাচটি খেলতে পারেননি মুস্তাফিজ। আইপিএলে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নেয়া এ পেসার এখন পুরোপুরি ফিট কিনা, সেটি দেখার পরই ইংলিশ কাউন্টি দল সাসেক্সের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। আইপিএল খেলতে গত ৫ এপ্রিল ভারতে যান মুস্তাফিজ। ৫৪ দিন পর সোমবার রাতে দেশের মাটিতে পা রেখেছেন মুস্তাফিজ। বিমানবন্দরে পেয়েছেন অভূতপূর্ব সংবর্ধনা। মঙ্গলবার সকালে ৫৫ দিন পর মিরপুরে এসে শুরুতেই সাতক্ষীরা থেকে উঠে আসা এই বিস্ময় বালক প্রথমে দেখা করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে। বিসিবির চিকিৎসক এবং ট্রেনার তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। যে পরীক্ষার রিপোর্ট পেতে দুইদিন লাগবে। এরপরই জানা যাবে, ফিট আছেন কিনা, সাসেক্সে খেলবেন কিনা মুস্তাফিজ। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘একটানা বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলার ফলে ফিজিক্যাল কিছু সমস্যা হচ্ছে। আমরা তাকে একটা এ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। আমাদের ফিজিও, ডাক্তার যারা আছেন, তারা আজ (মঙ্গলবার) মুস্তাফিজের অবস্থা দেখেছেন। রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমরা কিভাবে আগাবো।’ সাসেক্সে খেলার বিষয়টি তাহলে ঝুলে গেল? সুজন তখনই ঝুঁকি না নেয়ার বিষয়টি বললেন, ‘রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলা ঠিক হবে ?না। আমাদের ডাক্তাররা যে এ্যাসেসমেন্ট করেছে, আরও দুই একদিন সময় লাগবে। তারপর আমরা বলতে পারবো কতটুকু সম্ভব। আমরা তাকে নিয়ে পরবর্তী কোন প্রতিযোগিতায় ঝুঁকি নিতে পারবো না।’ মুস্তাফিজ যদি ঝুঁকি নিয়েও ৩০ হাজার পাউন্ডে সাসেক্সে খেলার সুযোগ গ্রহণ করতে চান? বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহেওতো চান মুস্তাফিজ খেলুক। সিইও এ বিষয়ে জানান, ‘বোর্ডে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। বোর্ড অবশ্যই তার প্রতি সহানুভূতিশীল। তার শারীরিক অবস্থা বুঝে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কোথায় খেলবে এ ব্যাপারে বোর্ড অবশ্যই দেখবে।’ শেষ পর্যন্ত মুস্তাফিজ সাসেক্সে খেলতে পারবেন কিনা, তা সময়ই বলবে। মুস্তাফিজও নিশ্চয়ই এ নিয়ে বেশি ভাবছেন না। তবে ৫৫ দিন পর মুস্তাফিজ সাতক্ষীরা গেলেন। তার শেকড়ে পৌঁছালেন। এটিই মুস্তাফিজকে এ মুহূর্তে আনন্দে ভাসাচ্ছে। হয়তো দীর্ঘশ্বাসও ফেলছেন। দীর্ঘদিন পর যে মা-বাবার সঙ্গে দেখা! সোমবার যখন রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুস্তাফিজ, ক্রীড়া ক্ষেত্রে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানানো হয়। মিষ্টিমুখ করানো হয়। ফুলের তোড়া মাথায় মুকুটের মতো পরিয়ে দেয়া হয়। মুস্তাফিজও এমন সংবর্ধনা পেয়ে ‘মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’ বলে দিলেন। সঙ্গে বললেন, ‘এটা আমার জীবনের প্রথম আইপিএল। শুরুটাও ভাল ছিল। শেষটাও ভাল হয়েছে। আপনাদের ও দেশবাসীর দোয়ায় সব ভাল হয়েছে।’ ফিটনেসের কথা জানাতে গিয়ে মুস্তাফিজ বলেছিলেন, ‘ফাইনাল ম্যাচের আগে পায়ে একটু ব্যথা ছিল। আমি কালকে (মঙ্গলবার) বোর্ডে যাবো। ফিজিওকে দেখাব। বোর্ডে কথা বলবো তারপর জানা যাবে।’ ওখানে (আইপিএলে) থাকা অবস্থায় কার কথা বেশি মনে পড়েছে? এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেছিলেন, ‘বাবা-মার কথা মনে পড়েছে। তারপর অন্য সবার কথা। ভারতে থাকাকালীন সময়ে দেশকে অনেক মিস করেছি।
×