ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চা খেলেই ফ্রি ওয়াই-ফাই

প্রকাশিত: ০৫:৪৬, ১ জুন ২০১৬

চা খেলেই ফ্রি ওয়াই-ফাই

এক কাপ চা খান। ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে মনের আনন্দে চ্যাট করুন। এক অদ্ভুত অফার। এমনই লোভনীয় অফারের দাপটে খদ্দের সামাল দিতে নাজেহাল হয়েছেন ভারতের এক চা ওয়ালা। সারাদিনই তার দোকানে ভিড় রয়েছে। খদ্দেররা আসছেন, চা-কফি খাচ্ছেন। আর মনের আনন্দে ফ্রি ওয়াই ফাই সুবিধা নিচ্ছেন। এই চা ওয়ালার নাম রামাকৃষ্ণন। দোকানের নাম রেণু টি-কফিশপ। চেন্নাই শহরের অন্যতম পরিচিত ব্যক্তি তিনি। রামাকৃষ্ণনের দোকানে এক কাপ চা বা কফি খেলেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায়। দোকানের খদ্দেরদের মধ্যে বেশরিভাগই স্থানীয় যুবক-যুবতী। আর রয়েছে কলেজ শিক্ষার্থীদের ভিড়। সবাই চা খান আর গল্প করেন। ফ্রি ওয়াই-ফাই মনের সুখে ব্যবহার করে চ্যাট করেন। দিনকে দিন জনপ্রিয়তা বাড়ছে রেণু টি-কফি শপের। আনলিমিটে ওয়াই ফাইয়ের জন্য মাসে দেড় হাজার টাকা খরচ করেন রামাকৃষ্ণন। তিনি বলেন, অভিনব অফারে ব্যবসা বাড়ছে। সব থেকে মজার কথা তার দোকানের ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিতে ১০ কিলোমিটার দূর থেকেও অনেকে চা খেতে আসেন। বিভিন্ন স্টেশনে, পর্যটন কেন্দ্রে, তীর্থস্থানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদান করা হচ্ছে। এই সরকারী উদ্যোগ থেকে কিছুটা বুদ্ধি ধার করে দিব্বি জমিয়ে চা দোকান চালাচ্ছেন এই দোকানি। ওয়েবসাইট অবলম্বনে।
×