ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কৃষিমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

প্রকাশিত: ০৫:৪৫, ১ জুন ২০১৬

কৃষিমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার ॥ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খোলায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরিটি করা হয়। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়ে বলা হয়, বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নামে কে বা কারা বেআইনীভাবে ভুয়া ফেসবুক পরিচালনা করছে। কৃষিমন্ত্রীর কোন ফেসবুক আইডি পরিচালনা করেন না। এমনকি ভবিষ্যতেও ফেসবুক পরিচালনা করার অভিপ্রায় নেই বলে মন্ত্রী জানিয়েছেন। ইতোপূর্বে মতিয়া চৌধুরীর নামে ফেক ফেসবুক আইডি ও ই-মেইল আইডি খুলে বেআইনীভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলে তা বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে মন্ত্রীর নামে আরও নতুন দুটি ফেক ফেসবুক আইডি খুলে বেআইনীভাবে পরিচালনা করা হচ্ছে বলে মন্ত্রী জানতে পেরেছেন। এর সঙ্গে কৃষিমন্ত্রীর কোন সংশ্লিষ্টতা নেই। মতিয়া চৌধুরীর নামে পরিচালিত দুটিসহ অন্যান্য ফেসবুক আইডি বন্ধ করাসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রমনা মডেল থানায় জিডি করা ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ফেসবুকে ইংরেজী ও বাংলা বানানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নাম সার্চ দিয়ে তিনটি ফেসবুক পেইজ পাওয়া গেছে। প্রত্যেকটিতেই মতিয়া চৌধুরীর ছবি ব্যবহার করা হয়েছে। এসব পেইজ থেকে মতিয়া চৌধুরীর নামে বিভিন্ন স্ট্যাটাস দেয়া হয়েছে, পোস্ট করা হয়েছে ছবি।
×