ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড ॥ বিচারক

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলায় ৬ জঙ্গীর ফাঁসি

প্রকাশিত: ০৫:৪২, ১ জুন ২০১৬

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলায় ৬ জঙ্গীর ফাঁসি

কোর্ট রিপোর্টার ॥ সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির মামলায় ছয় জঙ্গীকে মৃত্যুদ- দিয়েছে আদালত। মোট ১১ আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। দুইজনের তিন বছর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। খালাস পেয়েছেন দুজন। ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান মঙ্গলবার এই রায় দেন। বিচারক রায়ে বলেছেন, অমানবিক, নিষ্ঠুর ও ক্রূর কায়দায় আট নির্দোষ মানুষকে হত্যার শাস্তি হিসেবে জরুরী নজির সৃষ্টি দরকার। অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনে এ রকম শাস্তি দেয়া জরুরী। বিচার চলাকালে পলাশ ছাড়া অন্যদের কাঠগড়ায় দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি তাদের চেহারা, অভিব্যক্তিতে, আচরণে অনুশোচনার চিহ্ন দেখিনি। পরিস্থিতির চাপে পড়ে তারা এই ঘটনা ঘটায়নি। সে কারণে সমস্ত সাক্ষীসাবুদ ও পরিপাঠ্য বিবেচনা করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়াই উপযুক্ত মনে করছি। রায় ঘোষণায় বিচারক বলেন, ‘এই ঘটনাটি শুধু প্রকাশ্য দিনের আলোয় ডাকাতি ছিল না, বরং এটা ছিল সুপরিকল্পিতভাবে আট বেসামরিক নাগরিককে ঠা-া মাথায় হত্যা। এর মধ্যে চারজনকে ব্যাংক কার্যালয়ের মধ্যেই কোন প্রকার উস্কানি বা প্রতিরোধ ছাড়া হত্যা করা হয়।’ মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলো বোরহান উদ্দিন, সাইফুল ওরফে আল আমিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসিমউদ্দিন, মিণ্টু প্রধান ও পলাশ ওরফে সোহেল রানা। এদের মধ্যে পলাশ পলাতক। মাহফুজুল আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা এবং তার নেতৃত্বে ব্যাংক ডাকাতির ওই ঘটনা ঘটে বলে গ্রেফতারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। মৃত্যুদ-প্রাপ্ত বাকি ৫ জনের মধ্যে মিন্টু প্রধান বাদে অন্যরা জেএমবির সদস্য। ঘটনার এক বছরের মাথায় ২৮ কার্যদিবসের মধ্যে মামলার রায় আসে। এতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান বলেছেন, ‘খুব দ্রুততম সময়ে এই মামলার রায় হলো। অন্যান্য মামলার ক্ষেত্রেও এ রকম হওয়া উচিত।’ মৃত্যুদ-প্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত উকিল হাসানের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদ-ের আদেশ হয়েছে। এছাড়া আব্দুল বাতেন ও শাহজাহান জমাদারের তিন বছর কারাদ-ের সঙ্গে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও এক মাস কারাভোগ করতে হবে তাদের। আসামি বাবুল সরদার ও মোজাম্মেল হক খালাস পান। গত বছর ২১ এপ্রিল দুপুরে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখা কার্যালয়ে ডাকাতি হয়। ডাকাতরা গুলি করে ও বোমা ছুড়ে হত্যা করে ব্যাংকের ব্যবস্থাপক অলিউল্লাহসহ সাতজনকে, আহত আরও একজন পরে মারা যান। জঙ্গী অর্থায়নে তহবিল গঠনের জন্য এ ডাকাতি বলে গ্রেফতারদের জবানবন্দীতে উঠে আসে। গ্রেফতার ১০ আসামির মধ্যে জেএমবির সাত সদস্য দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। মামলার ৯৭ সাক্ষীর মধ্যে ৬৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
×