ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী অর্থায়ন ॥ সিঙ্গাপুরে চার বাংলাদেশী দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৫:৪১, ১ জুন ২০১৬

জঙ্গী অর্থায়ন ॥ সিঙ্গাপুরে চার বাংলাদেশী দোষী সাব্যস্ত

বিডিনিউজ ॥ সিঙ্গাপুরে জঙ্গী অর্থায়নে অভিযুক্ত ছয় বাংলাদেশীর মধ্যে চারজন অপরাধ স্বীকার করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। এই চার বাংলাদেশী হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মোঃ জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। এই চারজন মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন বলে স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে। দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামের আরও দুই বাংলাদেশীর বিরুদ্ধে একই অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। তবে তারা আদালতের কাছে জঙ্গী অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। খবরে বলা হয়েছে আদালত এই দুইজনের শুনানির জন্য ৯ জুন পরবর্তী দিন রেখেছে। গত মাসে আটক করার পর এই ছয় বাংলাদেশীকে গত শুক্রবার জঙ্গীবাদে মদদ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে সিঙ্গাপুরের আদালত। তাদের বিরুদ্ধে জঙ্গী কর্মকাণ্ডের জন্য ‘অর্থ সংগ্রহ ও সরবরাহের’ অভিযোগ আনা হয়। এছাড়া রুবেল ও জাবেদের বিরুদ্ধে একই আইনের অন্য একটি ধারায় জঙ্গী কর্মকাণ্ডের সরঞ্জাম রাখার অভিযোগ আনে সিঙ্গাপুরের পুলিশ। অপরাধ স্বীকার করে নেয়া বাংলাদেশীরা সিঙ্গাপুরের পুলিশের কাছে নিজেদের ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে এক গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তারা পুলিশকে বলেছেন, দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনায় ছিলেন তারা। জঙ্গী অর্থায়নে অভিযুক্ত বাংলাদেশীদের আদালতে নিয়ে যাওয়া হয় কড়া পাহারা দিয়ে। জঙ্গী অর্থায়নে অভিযুক্ত বাংলাদেশীদের আদালতে নিয়ে যাওয়া হয় কড়া পাহারা দিয়ে। গত এপ্রিলে ওই ছয়জনের সঙ্গে সোহাগ ইব্রাহিম (২৭), শরিফুল ইসলাম (২৭) নামে আরও দুজনকে গ্রেফতার করে সিঙ্গাপুরের পুলিশ। তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আট বাংলাদেশীকে গ্রেফতারের খবর প্রকাশ করে মে মাসের শুরুতে। দোষী সাব্যস্ত চার বাংলাদেশীর মধ্যে মিজানুর এস-পাসধারী মাঝারি পর্যায়ের দক্ষ কর্মী, বাকিরা সবাই ওয়ার্ক পারমিটধারী আধাদক্ষ শ্রমিক। পুলিশের অভিযোগে মিজানকেই ইসলামিক স্টেট ইন বাংলাদেশ নামের কথিত সেই সংগঠনের মূল ব্যক্তি বলা হয়। বাকিদের তিনিই এ দলভুক্ত করেন।
×