ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তামাক থেকে দূরে থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৪:১৩, ১ জুন ২০১৬

তামাক থেকে দূরে থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের জন্য দেশের সর্বস্তরের জনগণকে তামাক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। একক কোন উদ্যোগে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং সমাজের মধ্য থেকে তামাকের অভ্যাস ত্যাগের আন্দোলন গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’-এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান বক্তব্য রাখেন। বেসরকারী চিকিৎসাসেবা আইন-২০১৬ চূূড়ান্ত করতে উপকমিটি ॥ প্রস্তাবিত বেসরকারী চিকিৎসা সেবা আইন-২০১৬ চূড়ান্ত করতে ছয় সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেনÑ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহম্মেদ, বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বিএমডিসির প্রতিনিধি বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বিএমএর যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। সংগ্রামী জীবন জীবনের শেষপ্রান্তে এসেও একদিন কাজ না করে শুয়ে-বসে সময় কাটানোর সুযোগ নেই রহিমার (ছদ্মনাম)। বয়স আনুমানিক ৬৫ বছর। প্রতিদিন ভোর হলেই চন্দ্রিমা উদ্যানে গিয়ে ফুল সংগ্রহ করেন। তারপর সেগুলোকে সুতায় গেঁথে মালা তৈরি করে রাস্তায় রাস্তায় বিক্রি করেন। মালা বিক্রি করে যে আয় হয় তাই দিয়েই চলে জীবন। রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। হাসিমুখ পথস্কুল ছিন্নমূল ও ভাসমান পথশিশুরা সমাজের বোঝা নয়, তার ও হতে পারে দেশের সম্পদ, সুনাগরিক। এ জন্য তাদের শিক্ষিত ও সচেতন করে গড়ে তোলার বিকল্প নেই। এই ব্রত নিয়েই হাসিমুখ পথস্কুল প্রতিষ্ঠা করেছেন কয়েকজন শিক্ষিত তরুণ। রাস্তার পাশে খোলা জায়গায় বসে পথশিশুদের শিক্ষা দেন তারা। রাজধানীর পরিবাগ এলাকা থেকে ছবিটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×