ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় হত ২

প্রকাশিত: ০৪:১৩, ১ জুন ২০১৬

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় হত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় প্রেমে ব্যর্থ হয়ে এক প্রবাসী গৃহবধূ আত্মহত্যা করেছে। পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক সরকারী কর্মচারীসহ দু’জন নিহত হয়েছে। এ সময় এক শিশুসহ দু’জন গুরুতর আহত হয়েছে। এদিকে শ্যামলীতে ছিনতাইকারীরা চালককে কুপিয়ে চিনিবোঝাই একটি ট্রাক ছিনিয়ে নিয়ে পালিয়েছে। অন্যদিকে রোজা ও ঈদকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে অভিয়ান চালিয়ে অজ্ঞানপার্টির ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় পরকীয়ায় ব্যর্থ হয়ে তাসলিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত তাসলিমার স্বামীর নাম রিপন মিয়া। তিনি ইতালি প্রবাসী। ডেমরার সারুলিয়া পইঙ্খার মসজিদের পেছনে একটি বাড়িতে তিনি বসবাস করতেন। তার বাবার নাম মৃত আলী হোসেন ব্যাপারী। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার মুক্তারচর গ্রামে। নিহতের শ্বশুড়বাড়ির লোকজন জানায়, গত সোমবার রাতের খাবার খেয়ে তাসলিমা তার ঘরে চলে যায়। মঙ্গলবার বেলা ১১টায় তার রুমের দরজা বন্ধ দেখতে পেয়ে শাশুড়ি দরজা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে তাতে সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেখেন তাসলিমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, দেড় বছর আগে ইতালি প্রবাসী রিপনের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। বিয়ের পর রিপন বিদেশে চলে যায়। স্বামী না থাকায় তাসলিমা অন্য একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাসলিমা বিয়ের জন্য চাপ দিলে ওই ছেলে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষোভে-দুঃখে তাসলিমা ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ॥ পুরান ঢাকার বংশালে মোটরসাইকেল দুর্ঘটনায় আয়নাল হক (৪০) নামে এক সরকারী কর্মচারীর মৃত্যু হয়েছে। এ সময় রাজউকের কর্মচারী মহিউদ্দিন গুরুতর আহত হয়েছেন। নিহত আয়নাল হক গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বরিকান্দি গ্রামে। চিনিবোঝাই ট্রাক ছিনতাই ॥ রাজধানীর শ্যামলীতে সোমবার মধ্যরাতে ছিনতাইকারীরা চালক দ্বীন ইসলামকে (২৮) কুপিয়ে চিনিবোঝাই একটি ট্রাক ছিনতাই করে পালিয়েছে। পরে মঙ্গলবার ভোরের দিকে স্থানীয়রা ট্রাকচালককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দ্বীন ইসলাম জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটের ইগ্রো কোম্পানি থেকে ১৬ টন চিনি নিয়ে সাভারের একতা এন্টারপ্রাইজে যাচ্ছিলেন। রাত ২টার দিকে রাজধানীর শ্যামলীর ইসলামী ব্যাংকের সামনে এলে একটি পিকআপভ্যান সামনে বেড়িকেড দিয়ে দাঁড়ায়। তিনি জানান, এ সময় পিকআপ থেকে ৩-৪ যুবক বের হয়ে ট্রাকের গেট খুলে তার মাথায় এবং ডান হাতে কোপ দেয়। এটি দেখে ট্রাকের হেলপার আব্দুর রহিম দৌড়ে পালিয়ে যান। এরপর দুর্বৃত্তরা ট্রাকটি নিয়ে ওই পিকআপের চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। অজ্ঞানপার্টির ৮ সদস্য গ্রেফতার ॥ রোজা ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে অজ্ঞান ও মলমপার্টির প্রায় ১০টি দল সক্রিয় রয়েছে। এদের সদস্য প্রায় ১০০। এদের গ্রেফতারের জন্য ডিবির একাধিক টিম মাঠে নেমেছে। আর এরই প্রেক্ষিতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলমপার্টির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার দিদার আহমেদ এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলোÑ মোঃ মেহেদি হাসান, মোঃ মনির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ আবুল হোসেন, কামাল হোসেন, মোঃ বাদশা, মোঃ জহির ও মোঃ আফজাল হোসেন।
×