ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৪:১২, ১ জুন ২০১৬

দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচী অনুসারে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খাবার বিতরণের এক পর্যায়ে তিনি বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং সেখানেই মধ্যাহ্নভোজ সারেন। এদিকে দুপুরে রাজধানীর ইত্তেফাক মোড়ের কাছে স্থানীয় বিএনপি আয়োজিত দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকারের একটি চিহ্নিত গোষ্ঠীর কারণে রমজানের আগে দ্রব্যমূল্য বাড়ছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় খিলগাঁও জোড়পুকুর মাঠে দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচী শুরু করেন। এরপর পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গে-ারিয়া কাঠেরপুল, দয়াগঞ্জ মোড়, যাত্রাবাড়ী ফারুক সড়ক, ধোলাইপাড় বাসস্ট্যান্ড, জুরাইন আলম মার্কেট এবং প্রচ- বৃষ্টির মধ্যে শ্যামপুর ঈদগাহ মাঠে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, দলের নেতা আবদুস সালাম প্রমুখ। আগের দিন সোমবারও খালেদা জিয়া রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের টিএ্যান্ডটি স্কুল মাঠ থেকে শুরু করে ৩১টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। আজ বুধবার রাজধানীর ক’টি স্পটে খাবার বিতরণের মধ্য দিয়ে তিনি ৩ দিনব্যাপী এ কর্মসূচী শেষ করবেন। সমাপনী দিনে আজ বেলা ১১টায় মহাখালীর ওয়ারলেস গেট থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দুস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার কুশল বিনিময় ॥ ২২ ঘণ্টা পর ফের নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণের এক পর্যায়ে বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং সেখানেই মধ্যাহ্নভোজ সারেন তিনি। সোমবারও রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণের এক পর্যায়ে বিকেল ৫টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। তখন ওই কার্যালয়ের স্টাফরা খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়কালে তাঁকে মাসে অন্তত দু’তিনবার কেন্দ্রীয় কার্যালয়ে আসার অনুরোধ জানান। একটি চিহ্নিত গোষ্ঠীর কারণে রমজানের আগে দ্রব্যমূল্য বাড়ছে- ফখরুল ॥ একটি চিহ্নিত গোষ্ঠীর কারণে রমজানের আগে দ্রব্যমূল্য বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি দলের সমর্থকরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন- মির্জা আব্বাস ॥ সরকারী দলের সমর্থকরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মুক্তিযুদ্ধের মূল চেতনা বহুদলীয় গণতন্ত্র- মাহবুবুর রহমান ॥ মুক্তিযুদ্ধের মূল চেতনা বহুদলীয় গণতন্ত্র হলেও দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান। ভ্যাটের বিরুদ্ধে বিএনপিও ব্যবসায়ীদের আন্দোলনে একাত্ম ॥ মঙ্গলবার ১৫ শতাংশ ভ্যাটের বিরুদ্ধে ব্যবসায়ীদের আন্দোলনের সঙ্গে বিএনপিও একাত্ম বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
×