ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০৪:০৭, ১ জুন ২০১৬

ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান তৃতীয় মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১০ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দি এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন এবং তার নেতৃত্বে ইসলামী ব্যাংক ‘দ্য বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ’ মর্যাদা লাভ করে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জনপ্রিয় করা, অন্তর্ভুক্তি ও কল্যাণমুখী ব্যাংকিং প্রসার, ইসলামী পদ্ধতির মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ, দেশে ইসলামী ব্যাংকিংয়ের জন্য পেশাদার মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। তিনি বর্তমানে এ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকসমূহের কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যান। তিনি ১৯৫২ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। -বিজ্ঞপ্তি। জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদাতা, জামালপুর ॥ জামালপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সকালে পৌরসভার সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি একশ’ ১৪ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট রাজস্ব আয় ৮ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬২ টাকা এবং রাজস্ব ব্যয় ৭ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৬৮০ টাকা দেখানো হয়েছে। মেয়র বলেন, এবারের বাজেটে নতুন করে কোন করারোপ করা হয়নি। বাজেট ঘোষণার পর জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ আনোয়ার হোসেন মিন্টু, হিসাবরক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান প্রমুখ। এ সময় পৌর মেয়র ঘোষণা করেন, পৌর এলাকায় বসবাসকারী সকল মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ির কর ও পানির বিল মওকুফের ঘোষণা দেন। আটোয়ারীতে মরিচ চাষে লাভের মুখ দেখছেন চাষী স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আটোয়ারী উপজেলার চাষীরা এবছর মরিচ চাষ করে আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন। উচ্চ ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। আটোয়ারী উপজেলার বিভিন্ন গ্রামে মাঠের পর মাঠ টকটকে লাল মরিচে ভরে আছে। কৃষি বিভাগের হিসাবমতে, ৩ হাজার ৭শ’ হেক্টর জমিতে এবার মরিচ চাষ হয়েছে। এতে, ১২ হাজার ৯৫০ মেট্রিকটন মরিচ উৎপাদনের আশা করা হলেও বাস্তবে আরও বেশি জমিতে মরিচের চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ হাজার মেট্রিক টনে ছাড়িয়ে গেছে।
×