ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ব্যাংকে নীতিসহায়তা নেয়ার পরামর্শ

প্রকাশিত: ০৪:০৭, ১ জুন ২০১৬

দুই ব্যাংকে নীতিসহায়তা নেয়ার পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ (এক্সপোজার) নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসার জন্য আবেদন করেনি যে দুই ব্যাংক, তাদের নীতি সহায়তা নেয়ার জন্য দ্রুত আবেদন করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স মিটিংয়ে এ পরামর্শ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে ডেপুটি গবর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী এবং সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী বলেন, আমরা সব ব্যাংককে এক্সপোজার নামিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত চারটি ব্যাংকের এক্সপোজার বেশি আছে। এর মধ্যে দুটি ব্যাংক আবদেন করেছে, দুটি করেনি। আমরা তাদের বলেছি যাতে আবেদন করে এক্সপোজার কমিয়ে আনে। নির্ধারিত সময় পার হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না। তিনি জানান, বৈঠকে ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্টারনাল কমপ্লায়েন্সে এ্যান্ড কন্ট্রোল গাইডলাইন সম্পর্কে কিছু সুপারিশ তুলে ধরেছে। আমরা বলেছি এসব বিবেচনা করে দেখা হবে। তিনি আরও জানান, ব্যাংকগুলো জানিয়েছে রিটেইল ব্যাংকিং, কনজুমার ব্যাংকিং ঋণ বিতরণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ঋণের মান উন্নয়নে গুরুত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ব্যাংক সূত্র জানিয়েছে, বৈঠকে খেলাপী ঋণ আদায়ে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে তফসিলি ব্যাংকগুলো তা পরিপালনের ব্যাপারে সম্মতি জানিয়েছে। ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘প্রিমো জেডএক্স টু লাইট’ অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন এবার মোবাইলপ্রেমীদের জন্য নিয়ে এলো ‘এক্সপ্রেস ফাস্ট চার্জিং’ টেকনোলজির নতুন মোবাইল ফোন সেট। এই এ্যান্ড্রয়েড স্মার্টফোনের নাম দেয়া হয়েছে ‘প্রিমো জেডএক্সটু লাইট’। ফোনটির বিশেষ দিক হচ্ছে ৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, কার্ভ গ্লাস, ফোরজি সাপোর্ট নেটওয়ার্ক, দীঘস্থায়ী ব্যাটারি এবং চার্জ হবে খুবই দ্রুত। সারাদেশে ওয়ালটন মোবাইল ব্র্যান্ডেড আউটলেট, প্লাজা এবং ডিস্ট্রিবিউটর শোরুমে পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় হ্যান্ডসেট। সম্প্রতি ওয়ালটনের মিডিয়া কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এই হ্যান্ডসেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এম মাহমুদুল হক, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন, মোবাইল ফোনের সেলস এ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল, মিডিয়া এ্যাডভাইজার এনায়েত ফেরদৌস।
×