ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের লালদিয়ায় মাল্টিপারপাস কন্টেনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:০৬, ১ জুন ২০১৬

চট্টগ্রামের লালদিয়ায় মাল্টিপারপাস কন্টেনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম নগরীর লালদিয়ার চরে বেহাত হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধারের পাশাপাশি সেখানে নতুন একটি মাল্টি-পারপাস কন্টেনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে বন্দরের নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এবারই প্রথম পিপিপির আওতায় বাস্তবায়ন করা হবে এ টার্মিনাল। এখনও বন্দরের মালিকানাধীন শত শত একর জায়গা অবৈধ দখল হয়ে আছে। আর এগুলো দখল করে আছে প্রভাবশালী মহল। ফলে কোনভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। অথচ বন্দরের সক্ষমতা বাড়াতে প্রয়োজন হয়ে পড়েছে নতুন কন্টেনার টার্মিনাল নির্মাণের। চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম বলেন, শক্ত হাতে বন্দর অধিগ্রহণ করে এগুলোকে ব্যবহার করতে হবে। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় বন্দরের মালিকানাধীন বিশাল জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখল অবস্থায় রয়েছে। আর বেহাত হয়ে যাওয়া এসব জায়গা পুনরায় নিজেদের দখল এনে একটি মাল্টি-পারপাস কন্টেনার টার্মিনাল করতে চায় বন্দর কর্তৃপক্ষ। সিসিটি কিংবা এনসিটি, বন্দরের আগের সবগুলো কন্টেনার টার্মিনালই হয়েছে নিজস্ব অর্থায়নে। তবে প্রস্তাবিত লালদিয়া কন্টেনার টার্মিনালটি পিপিপির আওতায় করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রশাসন ও পরিকল্পনা সদস্য জাফর আলম। কর্ণফুলী নদীর লালদিয়া অংশে পানির গভীরতা বেশি থাকায় অন্তত ১০ মিটার দৈর্ঘ্যরে জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্য ইয়ার্ডগুলো শুধু কন্টেনার জেটি হলেও এখানে কন্টেনার এবং কার্গো দুই ধরনের জাহাজেই পণ্য ওঠানামা করানোর পরিকল্পনা নেয়া হয়েছে। ই-ব্যাটারি ফ্যাক্টরি নির্মাণের পরিকল্পনা করছে ভক্সওয়াগন অর্থনৈতিক রিপোর্টার ॥ ১০ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি ই-ব্যাটারি ফ্যাক্টরি নির্মাণের পরিকল্পনা করছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। ইলেক্ট্রিক গাড়ির বাজারে শীর্ষস্থান পুনরুদ্ধারের অংশ হিসেবে এ পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ইলেক্ট্রিক গাড়ির বাজারে শীর্ষস্থান পুনরুদ্ধারের অংশ হিসেবে ১০ বিলিয়ন ডলার ব্যয়ে ব্যাটারি ফ্যাক্টরি নির্মাণের চিন্তা করছে ভক্সওয়াগন। জার্মানির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ। সম্প্রতি জ্বালানি কেলেঙ্কারির কারণে ভক্সওয়াগনের উজ্জ্বল ভাবমূর্তিতে বেশ ভিটে পড়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ব্যাটারি প্রযুক্তি ও ইলেক্ট্রিক গাড়ি এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করবে। ইতোমধ্যে আগামী ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ইলেক্ট্রিক ও হাইব্রিড গাড়ি বিক্রি করার উচ্চাকাক্সক্ষী পরিকল্পনা ঘোষণা করেছে ভক্সওয়াগন।
×