ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ কোটি টাকা

প্রকাশিত: ০৪:০৪, ১ জুন ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। দিনটিতে উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৬ লাখ টাকা। সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা। তবে এদিন ডিএসইর প্রধান সূচক কমলেও বেড়েছে অন্য দুটি সূচক। আর সিএসইতে বেড়েছে সব সূচক। এদিন ডিএসইএক্স কমেছে মাত্র ৩ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৭ পয়েন্ট। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ কোটি ৪৭ লাখ টাকা। সকালে সূচকের পতন দিয়ে শুরুর পরে সারাদিনই সূচকের ওঠানামা চলতে থাকে। দিনশেষে একই ধারা অব্যাহত রাখে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ১২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৮৩টির এবং কোন পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, সামিট এ্যালায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক এবং ইবনে সিনা। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এইচ আর টেক্সটাইল, আরামিট, ইবনে সিনা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাফার্জ সুরমা সিমেন্ট, তসরিফা ইন্ড্রাস্টিজ, ইস্টার্ন ক্যাবলস, লিব্রা ইনফিউশন, জেমিনি সী ফুড ও রহিম টেক্সটাইল।
×