ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮

প্রকাশিত: ০৪:০২, ১ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লায় পুলিশ কর্মকর্তা, গাইবান্ধায় ৩ ব্যবসায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় অটোরিক্সা চালক ও চট্টগ্রামের সীতাকু-ে ব্যবসায়ী, সাতক্ষীরায় চাল ব্যবসায়ী ও ঝালকাঠিতে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের কুমিল্লা ॥ সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আবুল হাসেম নিহত হয়েছেন। মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপুরী দ্বীপ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গাইবান্ধা ॥ সাদুল্যাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোসাইজানি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্য্যাটারি চালিত রিক্সাভ্যান যাত্রী তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া বাসের সুপারভাইজার, ভ্যানচালকসহ ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রংপুর-ঢাকা মহাসড়কের ওই এলাকার বকুলের ইটভাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের কাঞ্চে মিয়ার ছেলে হাফিজার রহমান (৫০), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে বাবলু মিয়া (৪২) ও ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের ধারু আকন্দ বেপারীর ছেলে নুরুল ইসলাম (৫২)। তারা সবাই গরু ব্যবসায়ী। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ট্রাকচাপায় হেকমত আলী (৫৬) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ সময় জরিনা বেগম নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। নিহত হেকমত আলীর বাড়ি উপজেলার কেরাব এলাকায়। তার পিতার নাম মৃত ছায়েদ আলী। সকালে অটোরিক্সাযোগে যাত্রী নিয়ে কাঞ্চন বাজার থেকে কেরাব যাচ্ছিলেন হেকমত আলী । চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হেকমত আলী নিহত হন। সীতাকু- (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় সুবল চন্দ্র ধর (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলাধীন ভাটিয়ারী এলাকায় সিগোল্ড ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় নিহত হয় সুবল চন্দ্র ধর। নিহত সুবল চন্দ্র ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বারধোনা গ্রামের মৃত হরি কৃষ্ণ ধরের পুত্র। তিনি বগুলা বাজার এলকায় মা মণি জুয়েলার্সের মালিক বলে জানা যায়। সাতক্ষীরা ॥ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৩২) নামে এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে সাহাবুদ্দীন (৮)। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আস্কারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি ॥ ঝালকাঠির রাজাপুরে প্রাণের পণ্য বহনকারী কাভার্র্ডভ্যান দুর্ঘটনায় রাসেল হোসেন (২৮) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝালকাঠির রাজাপুর-পিরোজপুর সড়কের সাতুরিয়া স্কুল এলাকার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
×