ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোটরসাইকেল-হাইব্রিড গাড়িতে শুল্ক কমতে পারে

প্রকাশিত: ২৩:৫৮, ৩১ মে ২০১৬

মোটরসাইকেল-হাইব্রিড গাড়িতে শুল্ক কমতে পারে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জ্বালানি ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে দেশে মোটরসাইকেল তৈরির জন্য যন্ত্রাংশ ও যন্ত্রপাতি, সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি সফটওয়্যার, গ্যাস সিলিন্ডার ও টায়ার আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাবসহ এক গুচ্ছ প্রস্তাবনা দেওয়া হয়েছে। এনবিআরের একটি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ এবং হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানো সংক্রান্ত একটি প্রস্তাবনা ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, আগামী বাজেটে জ্বালানি ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিচেনায় হাইব্রিড গাড়ির সিসি এবং সম্পূরক শুল্ক কিছুটা হ্রাসপূর্বক পুনর্বিন্যাসের প্রস্তাব থাকছে। এছাড়া রিকন্ডিশন্ড গাড়ির সিসিভেদে শুল্ক কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে জাপান থেকে হাইব্রিড গাড়ির আমদানিতে খরচ কমে যাবে। তাই দেশের বাজারে এই গাড়ির দাম কমতে পারে। এছাড়া গণপরিবহন বা হিউমেন হলার তৈরির যন্ত্রপাতি, গাড়ির গ্যাস সিলিন্ডার, টায়ার ইত্যাদির শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এনবিআরের প্রস্তাবনায়।
×