ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ

প্রকাশিত: ২৩:২২, ৩১ মে ২০১৬

রংপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যেগে বাজেট প্রস্তাবনা ২০১৬-১৭ পেশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় রংপুর চেম্বার অব কমার্স হল রুমে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির সদস্য অধ্যাপক ড. মোরশেদ হোসেন প্রস্তাবিত এ বিকল্প বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী কর্তৃক ২০১৬-১৭ অর্থ-বছরের খসরা বাজেট জাতীয় সংসদে পেশ করার প্রাক্কালে ঢাকাসহ দেশের ৯ জেলায় একই দিন ও একই সময়ে এ প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। লিখিত বক্তব্যে ড. মোরশেদ হোসেন জানান, ২০১৬-১৭ অর্থ-বছরের জন্য আমরা যে বাজেট প্রস্তাব করছি তাতে বেশকিছু মৌলিক কাঠামোগত পরিবর্তন সূচিত হবে। আমাদের প্রস্তাবিত বাজেটের আকার হবে ৮ লক্ষ ৮ হাজার ১৪২ কোটি টাকা যা অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন, তারচেয়ে দ্বিগুনেরও বেশি। তিনি অর্থনীতি সমিতির বিকল্প বাজেটকে দ্রুত সম্প্রসারণশীল বলে দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য জুলফিকার আলী, হাবিবুর রহমান, এসএম রেজাউর রহমান, কামরুন্নার, শাহজাহান আলী, বেরোবী ছাত্রী ও সদস্য শামিমা ইয়াসমিন, ¯িœগ্ধা আক্তার, গণেশ চন্দ্র রায় প্রমুখ। সংবাদ সম্মেলনে রংপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
×