ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধানের মূল্য বৃদ্ধির দাবিতে রংপুরে সড়ক অবরোধ

প্রকাশিত: ২৩:২০, ৩১ মে ২০১৬

ধানের মূল্য বৃদ্ধির দাবিতে রংপুরে সড়ক অবরোধ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ ধানের মূল্য ৯২০ টাকা মন দরে সরকারি খাদ্য বিভাগে সরাসরি কৃষক পর্যায়ে ধান ক্রয়ের দাবিতে রংপুরে সড়কে ধান ছিটিয়ে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। আজ মঙ্গলবার সকাল ১১টায় রংপুর নগরির মাহিগঞ্জের সাতমাথা মোড়ে আয়োজিত কর্মসুচিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওপর ধান ছিটিয়ে মানববন্ধন ও সমাবেশের করা হয় ঘন্টাকাল ব্যাপী। কৃষকদের অভিযোগ, হাটবাজারে ধানের দাম নেই, সেই সাথে নেই ক্রেতাও। ধারদেনা করে প্রান্তিক কৃষক ফসল ফরালেও সেই ফসল এখন তাদের গলার ফাঁস হয়েছে। সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী খাদ্য বিভাগও এক ছটাক ধান কিনতে পারেনি কৃষকদের কাছ থেকে। এই অবস্থার পরিবর্তন না হলে আগামীতে হুমকীর মুখে পরবে কৃষিখাত। অনাবাদি পরে থাকবে হেক্টর পর হেক্টর জমি। কর্মসুচিতে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, রংপুর জেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, বাসদ নেতা পলাশ কান্তি নাথ, কৃষক জমসের আলী, রফিকুল ইসলামসহ প্রমূখ।#
×