ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২২:৪১, ৩১ মে ২০১৬

খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি , খাগড়াছড়ি ॥ “ সদামাটা মোড়ক- তামাক নিয়ন্ত্রনে আগামী দিন” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৬ পালিত হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস এর উদ্যেগে ও ইপসা’র সহযোগিতায় জেলা শহরে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।র‌্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।র‌্যালি শেষে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিটন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )এটিএম কাউসার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজুল রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মেমং মারমা , খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা ও ইপসা’র এরিয়া ম্যানেজার এস এম জিয়াউল হক প্রমূখ।
×