ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে শেল্টার হোম থেকে পালিয়েছে এক তরুণী

প্রকাশিত: ২২:৩৫, ৩১ মে ২০১৬

যশোরে শেল্টার হোম থেকে পালিয়েছে এক তরুণী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ঢাকা আহ্ছানিয়া মিশনের শেল্টার হোম থেকে এক তরুণী পালিয়েছে। আর পালানোর সময় আহত অপর বাকপ্রতিবন্ধী এক তরুণীকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে যশোর সদর উপজেলার ভেকুটিয়া অবস্থিত শেল্টার হোমে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া তানিয়া ও আহত হাওয়াকে প্রায় এক বছর আগে পুলিশ উদ্ধার করে শেল্টার হোমে পাঠিয়েছিল। তবে এদের পূর্ণাঙ্গ ঠিকানা পুলিশ দিতে পারেনি। এ ঘটনায় মঙ্গলবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময়ে শেল্টার হোমে থাকা তানিয়া (১৮) ও বাকপ্রতিবন্ধী হাওয়া (২০) নামে দু’টি মেয়ে পালিয়ে যাওয়ার জন্য সিড়ির গ্রিল ভেঙ্গে ছাদে ওঠে। এরপর পাইপ বেয়ে তানিয়া নেমে পালিয়ে গেলেও হাওয়া নামতে গিয়ে পড়ে আহত হয়। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের শেল্টার হোমের ম্যানেজার লাবণী সুলতানা জানান, তানিয়া এবং হাওয়া দু’টি মেয়েকেই প্রায় একবছর আগে পুলিশ উদ্ধার করে আদালতের মাধ্যমে তাদের শেল্টার হোমে পাঠিয়েছিল। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শেল্টার হোম থেকে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।
×