ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে সংঘর্ষ ॥ আহত ৬

প্রকাশিত: ২২:২৮, ৩১ মে ২০১৬

মোরেলগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে সংঘর্ষ ॥ আহত ৬

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জের সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এসময় ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ গুরুতর আহত সিহাব(৩২) ও রুবেল(২৮) নামে দুই সহোদরকে পুলিশের সহায়তায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহবুব শিকদার ও খলিল শিকদার পরস্পর চাচা ভাতিজা। তবে এদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। রাজনৈকিতভাবেও এরা দুজন দুই মেরুর। মাহবুব শিকদার আওয়ামী লীগ ও খলিল শিকদার বিএনপির রাজনীতির সাথে সক্রিয়। পুলিশ এই ঘটনায় মাহবুব শিকদার ও তার ছোট ভাই মিজানুর রহমানকে আটক ও মাহবুব শিকদারের বন্দুকটি জব্দ করেছে। পরিস্থিতি নিন্ত্রনের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোরেলগঞ্জ থানর ওসি মো. রাশেদুল আলম বলেন, দুই পক্ষের সংঘর্ষে ২জন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়েছে। উত্তেজনার পেক্ষাপটে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পিজাইডিং অফিসার (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) মো. আব্দুল হান্নান জানান, দুপক্ষের সংঘর্ষের পরে ভোটারদের উপস্থিতি কম হলেও ভোট গ্রহন করা হয়েছে।
×