ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কৃষকদের রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ

প্রকাশিত: ২১:৫০, ৩১ মে ২০১৬

গাইবান্ধায় কৃষকদের রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সরকারি উদ্যোগে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে সদর উপজেলার দারিয়াপুরে মঙ্গলবার ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এই কর্মসূচীর আয়োজন করে। সড়ক অবরোধ চলাকালিন সময়ে রাস্তায় অনেক যানবাহন আটকা পড়ে। সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা শাখার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সংগঠনের সদর থানার সভাপতি প্রভাষক গোলাম সাদেক লেবু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকাস সহ-সভাপতি জাহেদুল হক, দপ্তর সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। বক্তারা বলেন, কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পেয়ে সর্বশান্ত এবং দিশেহারা। ফলে কৃষকরা আজ নিরুপায় হয়ে রাস্তায় ধানের বস্তা ফেলে প্রতিবাদ জানাচ্ছে। বক্তারা অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি, ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, সকল গরীব মানুষদের জন্য রেশনসহ আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে দেয়ার দাবি জানান।
×