ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর অপহৃত ফুটবলার উদ্ধার

প্রকাশিত: ১৯:৩৯, ৩১ মে ২০১৬

মেক্সিকোর অপহৃত ফুটবলার উদ্ধার

অনলাইন ডেস্ক॥ উইক এন্ড মানেই তো পার্টি। রাত জেগে হুল্লোর। সারা সপ্তাহ ফুটবল মাঠে গা ঘামানোর পর এটাই তো স্বাভাবিক ছিল। প্রতি সপ্তাহের মতো এবারও অন্যথা হয়নি মেক্সিকোর ফুটবলার অ্যালান পুলিদোর। বান্ধবীকে সঙ্গে নিয়ে গেছিলেন পার্টিতে। ফেরার সময়ই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। যেটা স্বপ্নেও ভাবেননি কখনও। যে স্মৃতি হয়তো অনেক রাত ঘুমোতেও দেবে না পুলিদোকে। পার্টি থেকে ফেরার পথে তাঁর গাড়িকে ঘিরে ফেলে কয়েকটি ট্রাক জাতীয় বড় গাড়ি। সেখান থেকে নেমে আসে বেশ কয়েকজন মুখোশ পড়া লোক। তারাই অ্যালানকে অপহরণ করে। যদিও অ্যালানের বান্ধবীকে ছেড়ে দেয়। তখন রাত ১১.৩০টা। উইক এন্ড হিসেবে গভীর রাতও নয়। তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়া শহরের ঘটনা। যদিও রাতারাতি তাঁকে উদ্ধার করার কাজে নেমে পরে স্থানীয় পুলিশ। সোমবারই উদ্ধার করা হয় অ্যালানকে। উদ্ধারের পর অ্যালান জানিয়েছেন তিনি সুস্থ আছেন। তবে তাঁর অপহরণ ঘিরে তৈরি হয়েছে সংশয়। তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনাটি। এই মুহূর্তে অলিম্পিয়াকোসের হয়ে খেলছেন তিনি। গত বছরই যোগ দিয়েছেন এই দলে। ১৫ ম্যাচে করেছেন ৬টি গোল। ২৫ বছরের অ্যালান ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকো দলের সদস্য ছিলেন। যদিও কোপায় দলে রাখা হয়নি তাঁকে।
×