ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে অর্ধকোটি টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

প্রকাশিত: ১৯:১৯, ৩১ মে ২০১৬

শাহজালালে অর্ধকোটি টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

অনলাইন রিপোর্টার॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধকোটি টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার দিবাগত রাত ২টার দিকে বর্হিগমন লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। আটক যাত্রীর নাম নিজামুল হক ফরায়েজী (৩৫)। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে ১০ হাজার ৩শ’ কাতার রিয়াল, ২ হাজার ৪শ’ জর্ডান দিনার, ৭ হাজার ৯৫০ ওমান রিয়াল, ১ হাজার ২৫০ বাহরাইন দিনার, ৪৯ হাজার ৭শ’ ইউএই দিহরাম, ৩ হাজার ৮৫০ কুয়েত দিনার। মইনুল খান আরও জানান, রাত ২টার দিকে কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৩৭ দুবাই যাওয়ার পথে বর্হিগমন লাউঞ্জে যাত্রীদের চেকিং শেষ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফরায়েজীকে আটক করে কাস্টমস হলে তল্লাশি করা হলে তার ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা প্যাকেট কেটে ও মোজার ভেতর থেকে এসব মুদ্রা জব্দ করা হয়।
×