ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচকের উত্থান পতনে চলছে লেনদেন

প্রকাশিত: ১৮:৫৬, ৩১ মে ২০১৬

ডিএসইতে সূচকের উত্থান পতনে চলছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ লেনদেনেও রয়েছে ধীরগতি। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৮৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির। আর দর কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬১৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
×