ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা মুসলিমদের জন্য নয়॥ এরদোয়ান

প্রকাশিত: ১৮:৪৩, ৩১ মে ২০১৬

জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা মুসলিমদের জন্য নয়॥ এরদোয়ান

অনলাইন ডেস্ক॥ তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান বলেছেন, কোনো মুসলিম পরিবারের জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ নয়। পাশপাশি তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশের জনসংখ্যা বাড়বে। এরদোয়ান বলেন, “আমি পরিষ্কারভাষায় বলছি, আমরা আমাদের বংশধর এবং প্রজন্ম বাড়াবো। জনসংখ্যা নিয়ন্ত্রণ কিংবা জন্মনিয়ন্ত্রণ, কোনো মুসলিম পরিবার এ ধরনের মানসিকতায় যুক্ত হতে পারে না।” তুরস্কের যুব ও শিক্ষা ফাউন্ডেশন সেবা সংক্রান্ত এক ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন, “আমরা আল্লাহ এবং প্রিয় নবীর দেখানো পথ অনুসরণ করবো।” তুর্কি প্রেসিডেন্ট ইতিপূর্বে বেশ কয়েকবার গর্ভপাত বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। গর্ভপাতকে তিনি ‘খুন’ বলে অভিহিত করেছেন।
×