ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল নীলফামারীতে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ১৮:৩৭, ৩১ মে ২০১৬

আগামীকাল নীলফামারীতে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ আগামীকাল ১ জুন বুধবার নীলফামারী জেলায় সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অবৈধ ভাবে পার্কিং এর নামে বাস, মিনিবাস, ট্রাক ও ট্রা্কংলড়ির গাড়ীপ্রতি ৫০ টাকা করে চাঁদা জোড় পূর্বক উত্তোলনের প্রতিবাদে এবং তা বন্ধে এই পরিবহনের ডাক দেয় নীলফামারী জেলা বাসমিনিবাস ট্রাক ও ট্রাংকলড়ি শ্রমিক ইউনিয়ন । আজ মঙ্গলবার নীলফামারী জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল সাংবাদিকদের জানান নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নামে বেশ কিছু দিন ধরে সন্ত্রাসী ধরনের বখাটে যুবক রাস্তায় দাঁড়িয়ে এই চাঁদাবাজী করছে। এটি বন্ধের জন্য পৌরসভা কর্তৃকপক্ষকে বার বার বলা হলেও তারা কর্ণপাত করেনি। তাই জেলার সকল পরিবহন শ্রমিকদের জরুরী বৈঠকে এই চাঁদাবাজীর প্রতিবাদে এবং তা বন্ধের দাবিতে আগামীকাল ১ জুন গোটা নীলফামারী জেলায় সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসককে পত্রের মাধ্যমে অবগত করা হয় বলে তিনি জানান।
×