ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আহত ৫ আশুলিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা

প্রকাশিত: ০৮:৩৩, ৩১ মে ২০১৬

আহত ৫ আশুলিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ মে ॥ আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে আহত হয় অন্তত ৫ জন। সোমবার সন্ধ্যার পর ধামসোনা ইউপির ৭নং ওয়ার্ডের দক্ষিণ বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ প্রার্থীর প্রচার অফিস ভাংচুর করেছে বিএনপি সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতরা জানায়, সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের নির্বাচনী ক্যাম্পে বসে তারা আলাপ-আলোচনায় ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করে। চলে যাওয়ার সময় হামলাকারীরা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। এ হামলার খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চেয়ারম্যান প্রার্থী সাইফুল জানান, বিএনপি প্রার্থী হাজী গফুরের সমর্থকরা তার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
×