ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হজের টাকা ৭ জুন পর্যন্ত জমা দেয়া যাবে

প্রকাশিত: ০৮:১৮, ৩১ মে ২০১৬

হজের টাকা ৭ জুন পর্যন্ত জমা দেয়া যাবে

স্টাফ রিপোর্টার ॥ দাবির মুখে হজের টাকা জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। এখন আগামী ৭ জুন পর্যন্ত এ টাকা জমা দেয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সোমবার রাতে জানান, যারা প্যাকেজের পুরো টাকা জমা দিতে পারেননি, এজন্য সময় বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়ানুযায়ী আজ (মঙ্গলবার) হজ নিবন্ধনের টাকা জমা দেয়ার শেষ সময়। নতুন পদ্ধতিতে এবার প্রাক-নিবন্ধন শেষে হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে হজে যেতে নিবন্ধন করতে হচ্ছে। অনুমোদিত ২৪টি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে হজযাত্রীরা ‘পিলগ্রিম আইডি’ পাচ্ছেন। এই আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারী ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজে যেতে পারবেন। মন্ত্রিসভা গত ১১ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করে তাতে এবার সরকারী ব্যবস্থাপনায় কোরবানিসহ প্যাকেজে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে। বেসরকারী ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া ও বাড়িভাড়া যোগ করে প্যাকেজ ঠিক করবে এজেন্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে।
×