ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিবিধ খাতের ৫ কোম্পানির আয় কমেছে

প্রকাশিত: ০৬:৩৮, ৩১ মে ২০১৬

বিবিধ খাতের ৫ কোম্পানির আয় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ৮টি কোম্পানির আলোচ্য সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ থেকে এ তথ্য বের হয়েছে। এর মধ্যে দুটি কোম্পানি ২০১৬ সালের জানুয়ারি-মার্চ সময়কে প্রথম প্রান্তিক ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ ও আরামিট। আর আমান ফিড, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), খান ব্রাদার্স পি পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্র্যাকটরিজ ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এই সময়কে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। আয় বেড়েছে যে কোম্পানির ॥ তৃতীয় প্রান্তিকে আমান ফিডের শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৭ শতাংশ বেড়ে ১ টাকা ৪৫ পয়সায় উঠেছে; নয় মাসে (জুলাই-মার্চ) ইপিএস ৬০ শতাংশ বেড়ে ৩ টাকা ৬১ পয়সা হয়েছে। মিরাকল ইন্ডাস্ট্রিজের একই প্রান্তিকে ইপিএস আগের তুলনায় ১৯২ শতাংশ বেড়ে ৩৮ পয়সা হয়েছে; নয় মাসে ১৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৭৭ পয়সা। আর প্রথম প্রান্তিকে বার্জার পেইন্টস বাংলাদেশের ইপিএস আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ২৬ টাকা ৪১ পয়সা হয়েছে। আয় কমেছে বা লোকসানে রয়েছে যেসব কোম্পানির প্রথম প্রান্তিকে আরামিটের ইপিএস আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে ৩ টাকা ৩৭ পয়সা হয়েছে। বিএসসিএর ইপিএস তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ৭০ শতাংশ কমে ২ টাকা ৫৫ পয়সা হয়েছে। কোম্পানিটির ইপিএস নয় মাসে ৩০৬ শতাংশ বেড়ে হয়েছে ৮ টাকা। তৃতীয় প্রান্তিকে খান ব্রাদার্সের ইপিএস আগের বছরের তুলনায় ১৫ শতাংশ কমে ২৮ পয়সায় নেমেছে। তবে নয় মাসের ইপিএস আগের চেয়ে ১৮ শতাংশ বেড়ে ৯৯ পয়সায় উঠেছে। সাভার রিফ্র্যাকটরিজের শেয়ার প্রতি লোকসান তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ বেড়ে ঋণাত্মক ৩০ পয়সা হয়েছে। নয় মাসে লোকসান ৯১ শতাংশ বেড়ে ঋণাত্মক ৯২ পয়সা হয়েছে। উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির লোকসান তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ২৯৫ শতাংশ বেড়ে ঋণাত্মক ২ টাকা ১৭ পয়সা হয়েছে; নয় মাসের লোকসান ৩৮৩ শতাংশ বেড়ে ঋণাত্মক ৪ টাকা ৫৯ পয়সা হয়েছে।
×