ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুধদাঁতের গুরুত্ব

প্রকাশিত: ০৬:৩২, ৩১ মে ২০১৬

দুধদাঁতের গুরুত্ব

এ কথা আমরা সবাই জানি, প্রতি চোয়ালে ১০টি করে মোট ২০টি দুধদাঁত আছে। অন্যদিকে উপর ও নিচের চোয়াল মিলে ১৬টি করে মোট ৩২টি স্থায়ী দাঁত রয়েছে। ৩২ টি স্থায়ী দাঁতের মধ্যে উপর এবং নিচের চোয়াল মিলে মোট ৪টি আক্কেল দাঁত থাকে। দুধদাঁতের মধ্যে ক্যানাইন এবং দুটি মোলার দাঁত অর্থাৎ ঈ, উ এবং ঊ নম্বর দুধদাঁত পাশাপাশি মুখের চোয়ালে যে পরিমাণ স্থান নিয়ে অবস্থান করে সে স্থানটি স্থায়ী প্রথম প্রিমোলার, দ্বিতীয় প্রিমোলার এবং প্রথম মোলার দাঁত অর্থাৎ ৪,৫ এবং ৬ নম্বর দাঁতের পাশাপাশি দখলকৃত স্থানের চেয়ে বেশি। এই বাড়তি স্থান বা স্পেসকে ‘লি ওয়ে স্পেস’ বলা হয়। ‘লি ওয়ে স্পেসের’ বিরাট গুরুত্ব রয়েছে। মুখের অভ্যন্তরে স্থায়ী দাঁতের সুন্দর অবস্থানের জন্য লি ওয়ে স্পেস প্রয়োজন। যদি কোন কারণে দুধদাঁতের ঊ নম্বর দুধদাঁত অর্থাৎ মোলার দুধদাঁত ফেলে দিতে হয়, সে ক্ষেত্রে স্থায়ী মোলার দাঁত অর্থাৎ ৬ নম্বর দাঁত মধ্যরেখা বরাবর সামনের দিকে বেঁকে আসে। এর অর্থ হলো স্থায়ী প্রথম মোলার দাঁত লি ওয়ে স্পেস ধীরে ধীরে দখল করে নেয়। ফলে দ্বিতীয় প্রিমোলার দাঁত ঠিকভাবে উঠতে পারে না। উপরের দাঁতের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজমান। তবে পার্থক্য এতটুকুই যে, ঊ নম্বর দুধদাঁত ফেলে দিলে উপরের প্রথম স্থায়ী মোলার দাঁত নিচের প্রথম স্থায়ী মোলার দাঁতের চেয়ে একটু ধীর গতিতে লি ওয়ে স্পেস দখল করে নেয়। লি ওয়ে স্পেস নষ্ট হলে: কোন কারণে লি ওয়ে স্পেস নষ্ট হয়ে গেলে সামনের দাঁত আঁকাবাঁকা হতে পারে। আবার একটির ওপর আরেকটি দাঁত উঠতে পারে। লি ওয়ে স্পেস নষ্ট হয়ে গেলে দাঁতের স্বাভাবিক মোলার রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। মোলার রিলেশনশিপ নষ্ট হয়ে গেলে অর্থোডনটিক চিকিৎসা অর্থাৎ আঁকাবাঁকা বা ফাঁকযুক্ত দাঁতের চিকিৎসা করাটা কঠিন হয়ে পড়ে। করণ স্থায়ী মোলার ৬ নম্বর দাঁত হলো অর্থোডনটিক চিকিৎসার মূল চাবিকাঠি। আবার স্থায়ী ৬ নম্বর দাঁত অর্থাৎ প্রথম মোলার দাঁত কোন কারণে ফেলে দিলেও মোলার রিলেশনশিপ নষ্ট হতে পারে। প্রতিকারের উপায় ক. কোন কারণে ঊ দুধদাঁত নির্দিষ্ট সময়ের আগে ফেলে দিলে ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনার শিশুকে স্পেস মেইনটেইনার ব্যবহার করতে দিন। তা ছাড়া, বর্তমানে আধুনিক ব্যবস্থা রয়েছে। তাহলে লি ওয়ে স্পেস ঠি থাকবে। খ. প্রথম স্থায়ী মোলার দাঁত কোন অবস্থাতেই ফেলতে যাবেন না। কারণ মোলার রিলেশনশিপ নষ্ট হয়ে গেলে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার করা জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। রুট ক্যানেল চিকিৎসা বা প্রয়োজন হলে এসিসেকটমি করে প্রথম মোলার দাঁত রাখতে হবে। গ. দুধদাঁত পড়ার নির্দিষ্ট একটি সময় রয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কোন অবস্থাতেই দুধদাঁত ফেলা যাবে না। কারণ দুধদাঁতের বিশাল গুরুত্ব রযেছে। দুধদাঁতের সঠিক যতœ নিলে আপনার স্থায়ী দাঁত সুন্দর ও পরিপাটি হবে। তাই দুধদাঁতকে ফেলনা মনে না করে দুধদাঁতের কোন সমস্যায় সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। এজন্য অভিভাবকদের সন্তানের দাঁতের যতেœর ব্যাপারে সচেতন হতে হবে। শিশুর লি ওয়ে স্পেস কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। আর তখনই সুন্দর পরিপাটি দাঁতের অধিকারী হবে আপনার সন্তান। ডা. মোঃ ফারুক হোসেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
×